৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ৮ই শাবান, ১৪৪৬ হিজরি / দুপুর ২:২৮
৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ৮ই শাবান, ১৪৪৬ হিজরি / দুপুর ২:২৮

আজই পদত্যাগ করতে পারেন ট্রুডো 

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাঁর নিজ দল লিবারেল পার্টির সভাপতির পদ থেকে আজ সোমবার পদত্যাগের ঘোষণা দিতে পারেন। নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্রের বরাতে এমনটি জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম দ্য গ্লোব অ্যান্ড মেইল।    

গ্লোব অ্যান্ড মেইলের প্রতিবেদনে বলা হয়, ট্রুডো কবে পদত্যাগের ঘোষণা দিতে পারেন, সে বিষয়ে তারা নিশ্চিত নন। তবে বুধবার একটি গুরুত্বপূর্ণ জাতীয় ককাস বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার আগেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেন প্রধানমন্ত্রী।

পদত্যাগের ঘোষণার পর ট্রুডো তৎক্ষণাৎ গদি ছেড়ে দেবেন নাকি নতুন প্রধানমন্ত্রী মনোনীত হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন, তা নিশ্চিত হওয়া যায়নি। সূত্রের বরাত দিয়ে  দ্য গ্লোব অ্যান্ড মেইল জানায়,  লিবারেল পার্টির অন্তর্বর্তীকালীন নেতা ও কানাডার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে অর্থমন্ত্রী ডোমিনিক লেব্লাংক আগ্রহী কিনা সে বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা করেছেন ট্রুডো। তবে লেব্লাংক নিজেই নির্বাচনে অংশ নিলে এই পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে না।

Facebook
Twitter
LinkedIn