১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি / বিকাল ৫:৫৭
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি / বিকাল ৫:৫৭

আপনার ই-কমার্স বিজনেস কে স্মার্ট কেন করবেন?

আপনার ই-কমার্স বিজনেস কে স্মার্ট কেন করবেন? যখন আপনার বিজনেস এনালগ অবস্থা তেই ঠিক ভাবে চলতেছে।

উত্তর টা খুব সহজ এবং কারণ গুলো আমাদের চোখের সামনেই আছে। উদাহরণ হিসেবে যদি বলি তাহলে সেটা হতে পারে “নোকিয়া”, আমরা সবাই চিনি কিন্তু ব্যবহার করি না কারণ খুব সিম্পল বর্তমান সময়ে আমাদের যেমন চাহিদা আছে একটি মোবাইল ফোন এর থেকে তা “নোকিয়া” প্রোভাইড করার আগেই মার্কেটে অন্যান্য কোম্পানিরা করেছে। বা বলা যাতে পারে নোকিয়া সময় এর সাথে তাল মিলিয়ে নিজেকে স্মার্ট করতে পারে নাই। স্মার্ট বলতে বুঝতে চাচ্ছি সময় এর সাথে তাল মিলিয়ে স্মার্ট ভাবে আগানো যা নোকিয়া করতে পারে নাই, তাই এখন তার বাজারে মার্কেট নাই এর সমান। এমন আরও অনেক ঘটনা আছে, এই ঘটনাগুলো আমাদের বুঝতে সাহায্য করে কেন আমাদের আরও স্মার্টলি সময়ের সাথে তাল মিলিয়ে আগানোর দরকার। সেটা হতে পারে যেকোনো ধরনের ব্যবসা যেমন ই-কমার্স।

বর্তমানে বাংলাদেশের মধ্যে অনলাইনে আছে কিন্তু অনলাইন ই-কমার্স থেকে কিছু কেনাকাটা করে নাই তা মাত্র ২০% এরও কম হবে। আর একটা সময় সেটা ১% এ চলে আসবে।

এখন আপনার প্রশ্ন হতে পারে, আপনি ফেইসবুক পেইজের মাধ্যমে অনলাইনেই বিজনেস করছেন তাহলে আবার আর কিসের দরকার হতে পারে?

স্মার্ট বিজনেস বলতে বুঝায় আপনার বিজনেস কতটা স্মার্ট, কতটা স্মার্ট ভাবে আপনি আপনার বিজনেসকে পরিচালনা করছেন। বর্তমান সময়ে আপনি যদি শুধু ফেইসবুক এর উপর নির্ভর করে বিজনেস করেন তাহলে সেটা হবে বোকামি, বলতে গেলে আপনি নোকিয়ার মতো কাজ করছেন। কারণ সময় অনুযায়ী মানুষ এখন সরাসরি পণ্যের বিষয়ে জানতে আগ্রহী হয়, সরাসরি পণ্য কিনতে বা অর্ডার করতে পছন্দ করে যা ফেইসবুক পেইজ দিয়ে সম্ভব না। আবার অনেক অনেক অর্ডার এর ফলে আপনার জন্য অর্ডার এবং কাস্টমার ট্র্যাক করা অনেক কষ্টের এবং সময় এর হয়ে যায়। যা আপনার বিজনেস এর গ্রোথ এ সরাসরি ইফেক্ট দিবে। আপনি একা কয়টা বিষয় ম্যানেজ করবেন?

এইসব কিছু থেকে মুক্তি সাথে আপনার বিজনেস কে স্মার্ট করতে হলে আপনাকে একটা ই-কমার্স ওয়েবসাইট বানিয়ে নিতে হবে। এতে কাস্টমার এবং আপনার দুইজনেরই হ্যাসেল কমবে।

এখন প্রশ্ন আসতে পারে কি মাধ্যমে আপনি ওয়েবসাইট বানাবেন? অনেক টাকা এবং অনেক কিছুর দরকার হয়। আপিনি হয়তো জানেন না বর্তমান সময়ে আপনি ফ্রী তে বা নাম মাত্র দামে ই-কমার্স ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়েই তাও কোনো কোডিং ছাড়াই। আমাদের দেশের এমন কিছু কোম্পানি আছে যাদের মধ্যে অন্যতম হলো AamarStore। ১০০+ থিম এবং আপনি চাইলে ফ্রী তেই শুরু করতে পারেন।

আর বড় কথা ওয়েবসাইট এর ফলে কিন্তু ফ্রী ট্রাফিক আসে সাথে পিক্সেল এর মাধ্যমে মার্কেটিং কস্ট কমিয়ে আনা যায় অনেক গুণ।

Facebook
Twitter
LinkedIn