৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ৬ই শাবান, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:০৭
৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ৬ই শাবান, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:০৭

আ’লীগ ক্ষমতায় এলে ফ্যাসিস্ট রূপ ধারণ করে : আমীর খসরু

আওয়ামী লীগ ক্ষমতায় এলে ফ্যাসিস্ট রূপ ধারণ করে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগের যে দুঃশাসন সেটা শুধু ১৭ বছরের দুঃশাসন নয়। তারা ক্ষমতায় এলে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার হরণ করা দল। দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে তারা। এমনকি সংবাদপত্রকেও নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ।’

বুধবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Facebook
Twitter
LinkedIn