Search
১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ / ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ / ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি / রাত ১২:০৬

কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

কাতার আমিরের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার ক্ষেত্রে কাতার আমির এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে যে সহযোগিতা করেছেন তার জন্য তারেক রহমান ব্যক্তিগতভাবে পরিবারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তিনি কৃতজ্ঞতা জানান।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে এক্স হ্যান্ডালে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির প্রতি তারেক রহমান কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারেক রহমান তার এক্স হ্যান্ডেলের পোস্টে লিখেছেন,’আমার মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার জন্য আন্তরিকভাবে পরিবহন এবং রসদ সরবরাহ করার জন্য আমি কাতারের আমির মহামান্য শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির কাছে গভীরভাবে কৃতজ্ঞ। আমার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমি এই সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী, বহুমুখী সম্পর্ক গড়ে তোলার জন্য উন্মুখ।’

Facebook
Twitter
LinkedIn