Search
২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ / ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১২:০৭

জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০ পদে যারা

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সংযোজন হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে দলটি। একই সঙ্গে ঘোষণা করা হবে দলটির পূর্ণাঙ্গ কমিটি। এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে শীর্ষ ১০টি পদ।

শীর্ষ ১০ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক : সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব : তাসনিম জারা, নাহিদা সারওয়ার নিবা, মুখ্য সংগঠক : হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল), সারজিস আলম (উত্তরাঞ্চল), মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

দলের নেতারা জানান, জাতীয় নাগরিক পার্টি জনমুখী রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দেড় শতাধিক সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠিত হবে। 

দলটির লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানাতে শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন আত্মপ্রকাশ অনুষ্ঠানে। 

Facebook
Twitter
LinkedIn