২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি / রাত ১০:২১
২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি / রাত ১০:২২

ঢাকার সঙ্গে তিন বিভাগের রেল যোগাযোগ বন্ধ

রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় রেলপথ অবরোধ করে আন্দোলন করেছে ব্যাটারিচালিত রিকশাচালকেরা। ফলে যাত্রী নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে তিন বিভাগে সকল ধরণের ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যাত্রী নিরাপত্তার স্বার্থে সিলেট, রাজশাহী, চট্টগ্রামগামী সবধরনের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

আনোয়ার হোসেন জানান, অটোরিকশা চালকেরা রেললাইনের ওপর অবরোধ করে আন্দোলন করছে। ফলে নিরাপত্তার স্বার্থে সকাল ১০টা থেকে ট্রেন চলাচল বন্ধ আছে। সকাল ১০টার পরে কোনো ট্রেন ঢাকা স্টেশন থেকে ছেড়ে যায়নি, আসছেও না। ঢাকামুখী ট্রেনগুলো কাছাকাছি স্টেশনে অবস্থান করছে।

এরআগে, গত ১৮ নভেম্বর তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বেলা ১১টা ৪৫ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। তার আগে শিক্ষার্থীরা ঢাকামুখী উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করে হামলা করে। এতে নারী-শিশুসহ বেশ কয়েকজন আহত হন।

Facebook
Twitter
LinkedIn