৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ৬ই শাবান, ১৪৪৬ হিজরি / দুপুর ২:৪১
৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ৬ই শাবান, ১৪৪৬ হিজরি / দুপুর ২:৪১

তামিম ফিরছেন বিপিএলের আগেই

তামিম ফিরছেন বিপিএলের আগেই

চলছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) লংগার ভার্শনের খেলা। এই টুর্নামেন্ট শেষ হওয়ার পর আগামী ১১ ডিসেম্বর মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টি। নতুন এই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে আবার দেশের ক্রিকেটে ফিরছেন ওপেনার তামিম ইকবাল।

১১ ডিসেম্বর শুরু ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এনসিএল টি-টোয়েন্টি। জানা গেছে, এই টুর্নামেন্টে খেলার ইচ্ছাপোষণ করছেন তামিম। এ বিষয়ে বুধবার (১৩ নভেম্বর) বিসিবির নির্বাচক হান্নান সরকার গণমাধ্যমকে বলেছেন, ‘তামিমকে নিশ্চয়ই সেই ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে আসতে হবে, ফিটনেস টেস্টে অংগ্রহণ করে। তামিমের কল রয়েছে, এ ছাড়া বোর্ডের টপ ম্যানেজমেন্টের কল রয়েছে।’

‘এনসিএল টি-টোয়েন্টি খেলতে ইচ্ছা পোষণ করেছে সে (তামিম)। সেই জায়গাতে তার খেলাটা মোটামুটি কনফার্ম বলতে পারেন। কয়টা ম্যাচ খেলবে, কি করবে এটা এখনো সময় রয়েছে। তো সেটা আমরা আলোচনা করব’-যোগ করেন এই নির্বাচক।

জানা গেছে, এনসিএল টি-টোয়েন্টির গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে সিলেটে। আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে পারে মিরপুরের হোম অব ক্রিকেটে।

এই টুর্নামেন্ট শেষ হওয়ার সপ্তাহখানেকের মাথায় মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ সংস্করণ। এবারও বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের জার্সিতেই দেখা যাবে তামিমকে। আর বিপিএলের আগে নিজেকে ঝালিয়ে নিতে এনসিএল টি-টোয়েন্টি তার কাজে লাগবে বলে ধারণা করা হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn