৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ৮ই শাবান, ১৪৪৬ হিজরি / দুপুর ১:২৫
৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ৮ই শাবান, ১৪৪৬ হিজরি / দুপুর ১:২৫

তারাকান্দায় দিনব্যাপী পিঠা মেলা

তারুণ্যের উৎসব ও তরুণ প্রজন্মকে বিভিন্ন অপরাধ থেকে বিরত রাখতে এবং গ্রামবাংলার চিরচেনা ঐতিহ্য ধরে রাখতে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে করা হয়েছে দিনব্যাপী বই ও পিঠার মেলা।

জানা গেছে, ২ ফেব্রুয়ারি রবিবার সকালে তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ওই মেলায় শুভ উদ্বোধন করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা, মেলায় স্টল নিয়ে বিভিন্ন পিঠার পসরা সাজিয়ে বসেছে শিক্ষক-শিক্ষার্থীরা। এ উৎসব উপভোগ করতে মেলা প্রাঙ্গনে ভিড় জমান বিভিন্ন শ্রেনি পেশার মানুষ। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই শ্লোগানে উৎসব চলছে।

এসময় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরাইয়া,উপজেলা কৃষি অফিসার অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন,উপজেলা ভারপ্রাপ্ত প্রকৌশলী জুবায়ের হোসেন,উপজেলা আরডিও মনিরুজ্জামান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাস,তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল ইসলাম স্বপন, উপজেলা সমন্বয় প্রতিনিধিগণ ও উপজেলার অন্যান্য কর্মকর্তাসহ উপজেলা বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

Facebook
Twitter
LinkedIn