৩ খণ্ড সুকুমার রায়-রচনাবলি
প্রচ্ছদ : ধ্রুব এষ
মূল্য : ৩০০০ টাকা
বের করেছে : ‘ঐতিহ্য’
বাংল সাহিত্যের অসাধারণ সব লেখকের রচনাবলি প্রকাশের ধারাবাহিকতায় ঐতিহ্যের এবারের নিবেদন ‘৩ খণ্ড সুকুমার রায়-রচনাবলি।’ বাংলা সাহিত্যের বহুমাত্রিক লেখক সুকুমার রায়ের (১৮৮৭-১৯২৩) রচনাবলি সম্পাদনা করেছেন বিশিষ্ট লেখক-শিল্পী ধ্রুব এষ।
সুকুমার রায় বহু আগে প্রয়াত, কিন্তু পাঠকের পাঠে তিনি সদা-জীবিত যেন। শিশুকিশোর রচনায় হাসির জোগান দিয়ে সব বয়সী পাঠকের মনের মাঠে এখনও তিনি তৈরি করে চলেন হাসির ফোয়ারা। তার পরিবেশিত নির্দোষ রস যেমন বিমলানন্দের উৎস খুলে দেয় তেমনি সমাজের বিদ্যমান অসঙ্গতিও নির্দেশ করে।
আবুল হাসানের স্মৃতি
লেখক : আবিদ আজাদ
প্রচ্ছদ : নাওয়াজ মারজান
মূল্য : ১৫০ টাকা
বের করেছে : ‘ঐতিহ্য’
অসুস্থতার ভিতর কাতর, বিষণ্ন আবুল হাসান সারাক্ষণ একটা এক লাইনের কবিতাই যেন ফুটিয়ে তুলছিল ওর চোখে-মুখে—মৃত্যু নয়, জীবনই আমার শিল্প, আমার কবিতা। আসলে আবুল হাসান বাঁচতে চেয়েছিল—কবিতার জন্য। কবিতার বাইরে তার আলাদা কোনো জীবন ছিল না। কবিতার জন্য এইভাবে বাঁচা, সে যে কী প্রাণান্তকর, তার উদাহরণ আবুল হাসান এবং তার কবিতা।
আত্মকথা ও আলাপচারিতা : মওলানা আবদুল হামিদ খান ভাসানী
সংকলন ও সম্পাদনা : এস এম জাহাঙ্গীর কবীর
প্রচ্ছদ : নাওয়াজ মারজান
মূল্য : ৩৮০ টাকা
বের করেছে : ‘ঐতিহ্য’

মওলানা আবদুল হামিদ খান ভাসানী বাংলার আপামর খেটে খাওয়া মানুষের নয়নের মণি। শতাব্দীর সিংহপুরুষ ভাসানী আসাম থেকে শুরু করে পূর্ববাংলার পথে-প্রান্তরে অধিকারবঞ্চিত মানুষের কথা বলতে গিয়ে শাসকের ভিত কাঁপিয়ে দিয়েছেন। রাজনৈতিক দল গঠন থেকে শুরু করে সংবাদপত্র প্রতিষ্ঠার কাজে তিনি যেমন ছিলেন অগ্রণী তেমনি স্বতন্ত্র শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
আজীবন স্বাধীনতা ও সাম্যের সংগ্রামী মওলানা ভাসানী পূর্ণাঙ্গ কোনো আত্মজীবনী রচনা করে যেতে পারেননি, তবে সারা বাংলার মাঠে-ঘাটে জড়িয়ে আছে তাঁর আত্মকথা। বর্তমান সংকলনে মওলানা ভাসানীর আত্মকথামূলক বেশকিছু রচনা ভাসানীর জীবন ও দর্শন বিষয়ে সবাই বিশদ ধারণা লাভ করতে পারেন।
গাজা উপত্যকার গল্প
বন্দিমানুষের সুবিন্যস্ত অক্ষরমালা
অনুবাদ ও ভূমিকা : মহিউদ্দীন মোহাম্মদ
প্রচ্ছদ : সেলিম হোসেন সাজু
মূল্য : ২০০ টাকা
বের করেছে : ‘ঐতিহ্য’
গাজা ইহুদিবাদী জল্লাদদের কসাইখানায় রূপ নেওয়া সত্ত্বেও সৃজনমত্তে মেতে আছেন লেখকরা। তাদের লেখায় উঠে আসছে আশা, নিরাশা, প্রতিবাদ ও সুখ-দুঃখের গল্প। ফিলিস্তিনের অন্যত্র গাজাকে আদর করে ডাকা হয় ‘কমলা ও ছোটগল্পের রপ্তানিকারক’ হিসেবে।
সমগ্র গাজা উপত্যকাকে বিশ্বের তৃতীয় সর্বাধিক ঘনবসতিপূর্ণ রাষ্ট্র বলা হয়। গাজার প্রতিটি গ্রামে বেশ কয়েকটি শরণার্থীশিবির রয়েছে, যেখানে ইসরায়েলি দখলদারিত্বের পর বাস্তুচ্যুত হওয়া ফিলিস্তিনিদের রাখা হয়েছে। উপত্যকার নামকরণ হয়েছে এর ঘনবসতিপূর্ণ রাজধানী গাজা শহরের নামানুসারে। যদিও কেবল ধ্বংস, বেদনা আর নিষেধাজ্ঞা, দারিদ্র্য ও বিচ্ছিন্নতার স্মৃতি নিয়ে এখানকার অধিবাসীরা বেঁচে আছে। তবুও আশার কথা হলো—এসব অনুষঙ্গ লেখকরা তাদের গল্পে তুলে ধরে অনাবিষ্কৃত এক জগতের সন্ধান দিচ্ছেন পাঠকের সামনে।
স্বার্থপরতার অর্থনীতি
লেখক : মোঃ আবদুল হাই ভুঁইয়া
প্রচ্ছদ : আবুল ফাতাহ মুন্না
মূল্য : ১৮০ টাকা
বের করেছে : ‘ঐতিহ্য’
স্বার্থপরতা কী? মানুষ কি জন্মগতভাবে স্বার্থপর? অন্তত আধুনিক অর্থনীতিবিদদের একটা বিরাট অংশ তা-ই মনে করেন। এই ‘মনে করা’ বা ‘ধারণা করা’ কতগুলো বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল এক মহাযজ্ঞ পুঁজিবাদ বা Capitalism। পুঁজিবাদের প্রাতিষ্ঠানিক রূপকার হলো সুদ (Usury/Interest)। সুদ নাই তো পুঁজিবাদ নাই। অন্যভাবে বললে পুঁজিবাদের অস্তিত্বের জন্য সুদের প্রয়োজন। ‘সুদ’ এবং ‘পুঁজিবাদ’ তাই প্রসঙ্গক্রমে বইতে বারংবার ঘুরেফিরে এসেছে।
ফুল ও মৃত মাকড়সার জাল
লেখক : মুনিম রাব্বী
প্রচ্ছদ : নাওয়াজ মারজান
মূল্য : ১৫০ টাকা
বের করেছে : ‘ঐতিহ্য’
মুনিম রাব্বী, যিনি কবিতা ও কথাশিল্পের উপত্যকা বেয়ে নিরন্তর হেঁটে চলেন। প্লেটো বলেছিলেন, কাব্যসত্য থেকে দূরে থাকে। মুনিমের কবিতা সত্যের কাছে পুরোপুরি না ফিরলেও সুন্দরের কাছে ফেরে। মাকড়সার জাল ছিন্ন করে ফুলের প্রাপ্তির কথা বলে। জর্জ সেফেরিস বলেছিলেন, একটা কবিতা লেখা শেষে আরেক কবিতার জন্মের আগ পর্যন্ত সময়টা কবি আর ‘কবি’ থাকেন না। কিন্তু আমি বলব-মুনিম রাব্বী আপাদমস্তক একজন কবি। যখন তিনি কবিতা লেখেন না, তখনো। এই শহরের কোনো সড়কে ফুল ও মাকড়সার পাশাপাশি হেঁটে এসে মুনিম আমাদের মনে করিয়ে দেন- সেতু পেরোলেই উপশহর। ধ্বংসের চেয়ে যিনি বিশ্বাসী মেরামতে। মুনিম রাব্বীর প্রথম বই হবে কবিতার, এটাই ছিল তাই ভবিতব্য। পাঠকও ‘ফুল ও মৃত মাকড়সার জাল’-এ নিরন্তর ঘুরপাক খাবে, একথা বলে দেওয়াই যায়। —আল মাহফুজ
দ্য লাস্ট মোগল
মূল : উইলিয়াম ড্যালরিম্পেল
অনুবাদ : আনোয়ার হোসেইন মনজু
প্রচ্ছদ : আবুল ফাতাহ মুন্না
মূল্য : ৯০০ টাকা
বের করেছে : ‘ঐতিহ্য’

ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের কবল থেকে মুক্ত হওয়ার লক্ষ্যে ১৮৫৭ সালে সংঘটিত ভারতীয় উপমহাদেশের প্রথম সশস্ত্র স্বাধীনতা যুদ্ধ, যা ইতিহাসে ‘সিপাহি বিদ্রোহ’ হিসেবে খ্যাত, সেই যুদ্ধের পূর্বাপর ইতিহাস রচনার ক্ষেত্রে অনেক উপকরণের প্রতি কোনো ইতিহাসবিদ দীর্ঘদিন পর্যন্ত তেমন মনোযোগ দেননি। উইলিয়াম ড্যালরিম্পেল তার দীর্ঘ চার বছরের গবেষণায় সেসব বিষয়বস্তুকে তুলে এনে ‘দ্য লাস্ট মোগল: দ্য ফল অফ অ্যা ডাইন্যাস্টি: দিল্লি ১৮৫৭’-এ স্থান দেওয়ার ফলে বিদ্রোহ সম্পর্কে আরো নতুন তথ্য জানার সুযোগ হয়েছে। সিপাহি বিদ্রোহ, যা এদেশবাসীর কাছে ছিল ব্রিটিশ গোলামির শৃঙ্খল থেকে মুক্তির লক্ষ্যে পরিচালিত প্রথম সশস্ত্র স্বাধীনতা সংগ্রাম। কিন্তু এই নজিরবিহীন সংগ্রামের ওপর বাংলা ভাষায় সমৃদ্ধ কোনো গ্রন্থ নেই। উইলিয়াম ড্যালরিম্পেলের ‘দ্য লাস্ট মোগল’-এর বাংলা অনুবাদ সেই ঘাটতি অনেকাংশে পূরণ করবে। ‘দ্য লাস্ট মোগল’ নিঃসন্দেহে ড্যালরিম্পেলের সেরা একটি কাজ।
দ্বিচারী মন
লেখক : আফতাব হোসেন
প্রচ্ছদ : আবুল ফাতাহ মুন্না
মূল্য : ৩৫০ টাকা
বের করেছে : ‘ঐতিহ্য’
বলতে পারিস, মানুষ প্রেমে পড়ে কেন?
প্রত্যেক মানুষই কখনো না কখনো প্রেমে পড়ে। কারোটা প্রকাশিত হয়, কারোটা অপ্রকাশিতই রয়ে যায়। তবে এই পৃথিবী শুধু প্রকাশিত প্রেমকেই প্রেম মনে করে। প্রকাশিত প্রেমকাহিনি নিয়েই রচিত হয় গল্প, কবিতা, উপন্যাস। অথচ অপ্রকাশিত প্রেমও যে প্রকাশিত প্রেমের চাইতে অনেক গভীর হতে পারে, হয়তো জানে না অনেকেই। মানতে চায় না কেউ। প্রেমে পড়লে মানুষের ভেতর এক ধরনের অস্থিরতা দেখা দেয়। কারণে-অকারণে উদাস হয়ে যায়। চল্লিশের এই নারীর ভেতর অস্থিরতা আর উদাসীনতা এই প্রেক্ষাপটেই এগিয়েছে এই উপন্যাসটি …
জিস লাহৌর নঈ দেখ্যা ও জন্মায় নঈ
মূল : আসগর বাজাহাত
অনুবাদ : সফিকুন্নবী সামাদী
প্রচ্ছদ : সেলিম হোসেন রাজু
মূল্য : ২৩০ টাকা
বের করেছে : ‘ঐতিহ্য’
হিন্দি সাহিত্যের শক্তিমান ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রবন্ধকার আসগর বাজাহাতের জন্ম ১৯৪৬ সালে উত্তর প্রদেশের ফতেহপুরে। আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি সাহিত্যে এমএ এবং পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন। পোস্ট ডক্টরাল গবেষণা করেছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। শিক্ষকতা করেছেন দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ার হিন্দি বিভাগে। সেখান থেকেই অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেছেন। ‘জিস লাহৌর নঈ দেখ্যা ও জন্মায় নঈ’ আসগর বাজাহাতের বহু অভিনীত একটি নাটক। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আলোকবর্তিকার মতো কাজ করছে এ নাটক। দেশভাগের বেদনা এবং অশুভ শক্তির বিপরীতে কল্যাণকামী শান্তিপ্রিয় মানুষের কণ্ঠস্বর হিসেবে সমাদৃত হয়েছে এটি।
সাজজাদ আরেফিন এবং মোবারক হোসেন
সংকলন ও সম্পাদনা : মামুন সিদ্দিকী
প্রচ্ছদ : আর. করিমের প্রতিকৃতি অবলম্বনে নাওয়াজ মারজান।
মূল্য : ৪২০ টাকা
বের করেছে : ‘ঐতিহ্য’
আশির দশকের কবি ও বিশিষ্ট সম্পাদক সাজজাদ আরেফিন এবং মোবারক হোসেন—দুই নামেই সাহিত্যচর্চা করে গেছেন। তাঁর সম্পাদিত সাহিত্যপত্রিকা ‘নান্দীপাঠ’ গবেষক-মহলে দারুণভাবে সমাদৃত। তাঁর ষাট বছর বয়সে পদার্পণ উপলক্ষ্যে মামুন সিদ্দিকীর সম্পাদনায় প্রকাশিত হয়েছে সম্মাননাগ্রন্থ ‘সাজজাদ আরেফিন এবং মোবারক হোসেন।’ এই সংকলনে লিখেছেন : আহমদ রফিক, সিরাজুল ইসলাম চৌধুরী, আনোয়ারা সৈয়দ হক, রামেন্দু মজুমদার, পবিত্র সরকার, বেগম আকতার কামাল, বিশ্বজিৎ ঘোষ, ভীষ্মদেব চৌধুরী, ইসরাইল খান, মাহবুব সাদিক-সহ সাহিত্যসংস্কৃতি-জগতের গুণীজনেরা। আর. করিমের অঙ্কিত প্রতিকৃতি অবলম্বনে প্রচ্ছদ করেছেন নাওয়াজ মারজান।
সাহাবিদের কারামত
লেখক : নাজীবুল্লাহ সিদ্দীকি
মূল্য : ২৫০ টাকা
বের করেছে : প্রকাশনা সংস্থা ‘ইলহাম’

আল্লাহ তায়ালা তার প্রিয় বান্দার সম্মান ও মর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে কখনো কখনো তার মাধ্যমে অস্বাভাবিক, জটিল ও অলৌকিক বিভিন্ন জিনিস প্রকাশ করে থাকেন। পরিভাষায় এটাকে বলা হয় কারামত। যেমন পানাহার ব্যতীত একটা দীর্ঘ সময় পর্যন্ত আসহাবে কাহাফের ঘুমিয়ে থাকা। হযরত মারইয়াম আ.-এর স্বামী ছাড়াই সন্তান লাভ এবং তাঁর কাছে অমৌসুমি ফল থাকা ইত্যাদি। নবি-রসুলদের থেকে অলৌকিক কিছু প্রকাশ পেলে, তাকে বলা হয় মোজেজা। আর নবির কোনো নেক ও সৎঅনুসারী থেকে অলৌকিক কিছু প্রকাশ পেলে, তাকে বলা হয় কারামত। কারামত প্রকাশ পাওয়া কারও বুজুর্গ হওয়ার দলিলও নয়, বরং শরিয়তের ওপর চলা এবং সুন্নত অনুসরণই হলো প্রকৃত বুজুর্গির আলামত। হতে পারে কোনো ব্যক্তি আল্লাহর অলি, কিন্তু জীবনভর কোনো কারামত তার থেকে প্রকাশ পায়নি। এ কারণেই দেখা যায় যে, কত নেককার বুজুর্গ সাহাবি ও পূর্বসূরি অতিবাহিত হয়েছেন, যাঁদের জীবনে একটিও অলৌকিক ঘটনাও প্রকাশ পায়নি। কিন্তু কত জাদুকর এবং নষ্ট লোকের দ্বারাও অসংখ্য অস্বাভাবিক ঘটনা প্রকাশ পেয়েছে।
আবার আল্লাহ তায়ালা অনেক সাহাবী থেকেই বিভিন্ন সময় কারামতের প্রকাশ ঘটিয়েছেন। নিশ্চয় তার পেছনে আল্লাহ তায়ালার কোন হেকমত থেকে থাকবে। সাহাবিদের থেকে প্রকাশিত কারামতগুলো আমাদের ঈমানকে আরও শানিত ও তেজোদ্দীপ্ত করবে—সেই প্রত্যাশা থেকেই এই আয়োজন।
উম্মাহাতুনা (মুমিন জননীদের জীবন ও শিক্ষা)
লেখক : আম্মার আবদুল্লাহ
মূল্য : ৩৮০ টাকা
বের করেছে : প্রকাশনা সংস্থা ‘ইলহাম’

উম্মাহাতুনা। মুমিনজননীদের জীবনীমূলক একটি বই। যারা ছিলেন আসমানি জ্ঞানে সমৃদ্ধ। উত্তম চরিত্রের পূর্ণতায় দ্যুতিময় হয়েছেন নবীজির নিবিড় পরিচর্যা ও প্রেমময় যত্নশীলতায়। যারা নবীজির সমগ্র জীবনের অংশী হয়ে তাঁর পাশে থেকেছেন সুখে-দুখে,আনন্দ ও উচ্ছলতায়। সেইসাথে আল্লাহর প্রেরিত নবীর একান্ত সান্নিধ্যে পরিশুদ্ধির স্নিগ্ধ জোছনায় স্নাত হয়ে সমগ্র নারী জাতির জন্য হয়ে উঠেছেন আদর্শ ও উপমেয়। কেবল ধারাবাহিক বিবরণী নয়; বরং তাঁদের জীবনের প্রতিটা বাঁক-বদল থেকে হাজির করেছেন শিক্ষা। তুলে ধরেছেন আধুনিক এই জীবনে তার প্রয়োগ-পদ্ধতি।
মেঘে ঢাকা আকাশ
লেখক : রোকেয়া পপি
বের করেছে : বাংলার প্রকাশ (স্টল-৮২০-৮২১)

জীবন কঠিন এক সংগ্রাম। সেখানে অনেক কিছু ছেড়ে দিয়ে, অনেক কিছু মানিয়ে, ভুল পথ থেকে সরে এসে বাঁচতে হয়। ভুল ট্রেনে চড়লে যত তাড়াতাড়ি সম্ভব পরের স্টেশনে নেমে পড়ো তা না হলে ট্রেন যত আগাবে তোমার সঠিক পথের রাস্তা তত দূরে চলে। এমনি একটি জীবনের সাথে তিন বোনের জীবনের গতিপথ নিয়ে রচিত উপন্যাস মেঘে ঢাকা আকাশ। লেখেছেন অনলাইন উদ্যোক্তা পেশায় নিয়োজিত রোকেয়া পপি। শখের বশে লেখালেখি করলেও লেখার হাত দারুন।
যার কেউ নেই
লেখক : রোকেয়া পপি
বের করেছে : নব সাহিত্য (স্টল-৭৪৩-৭৪৪)

জীবনের প্রতিকুলতা আর অন্তর্দ্বন্দের এক অনন্য গল্প আমি কেউ না উপন্যাসটি। গল্পের ইরা নামের মেয়েটির জীবন সংগ্রাম পাঠকের মনে দাগ কাটবে। ইরা নিজের জীবনের বিনিময়ে কিভাবে একটি পরিবারের স্বপ্ন বাঁচায় সেই কাহিনীতেই এগিয়েছে ‘যার কেউ নেই’।
সামনাসামনি, ফরহাদ মজহারের সঙ্গে কথাবার্তা

লেখক : ফরহাদ মজহার
প্রচ্ছদ : ধ্রব এষ
মূল্য : ৯০০ টাকা
বের করেছে : আগামী প্রকাশনী (প্যাভিলিয়ন-৯)

ভাষা আন্দোলনে আবদুল গাফ্ফার চৌধুরী
লেখক : এম আবদুল আলীম
প্রচ্ছদ : মাসুক হেলাল
মূল্য : ৪৫০ টাকা
বের করেছে : আগামী প্রকাশনী (প্যাভিলিয়ন-৯)
চেতনায় নজরুল

লেখক : আবদুল লতিফ
প্রচ্ছদ : ধ্রুব এষ
মূল্য : ৩০০ টাকা
বের করেছে : আগামী প্রকাশনী (প্যাভিলিয়ন-৯)
অতঃপর ভিষণ্ণতা (কবিতা)

কবি : উৎপল দত্ত
মূল্য : ২৫০ টাকা
বের করেছে : আগামী প্রকাশনী (প্যাভিলিয়ন-৯)
আমরা কথা বলি কেননা নীরবতা ফ্যাসিস্টের ভাষা
লেখক : হাসান রোবায়েত
প্রচ্ছদ : কবি সাফা প্রামাণিক-এর শিল্পকর্ম অবলম্বনে রাজীব দত্ত
মূল্য : ২২০ টাকা
বের করেছে : ‘ঐতিহ্য’
ছিন্নপত্র
লেখক : রবীন্দ্রনাথ ঠাকুর
প্রচ্ছদ : ধ্রুব এষ
মূল্য : ৯৪০টাকা
বের করেছে : ‘ঐতিহ্য’
চট্টিমুণ্ডা ও তার তীর

লেখক : মহাশ্বেতা দেবী
প্রচ্ছদ : ধ্রুব এষ
মূল্য : ৭০০ টাকা
বের করেছে : ‘ঐতিহ্য’
অভিযোগনিউজবিডি ২৪ ডেস্ক