Search
২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ / ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১১:৫৭

নববর্ষের আকাঙ্ক্ষা ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া: রিজভী

ভোটের অধিকার ফিরে পাওয়াই নববর্ষে মানুষের আকাঙ্ক্ষা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর পরীবাগে নববর্ষের সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘আমাদের লড়াই, এখনও সেটি (গণতন্ত্র) নিশ্চিত হয়নি। আমরা হয়ত সেটার নিশ্চয়তার পথে এগুচ্ছি। কিন্তু আমাদেরকে সেটি নিয়ে টালবাহানা করা চলবে না। নববর্ষে জাতির আকাঙ্ক্ষা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জানান, গণতন্ত্র প্রবহমান পানির মতো, কিন্তু কেউ কেউ গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছেন, যা অত্যন্ত দুঃখজনক।

Facebook
Twitter
LinkedIn