Search
২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ / ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১২:৪৩

বগুড়া কারাগারে আ’লীগ নেতার মৃত্যু

বগুড়া জেলা কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে মঙ্গলবার (১১ মার্চ) সকাল দশটায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুবরণকারী এমদাদুল হক ভট্টু (৫০) গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। বগুড়া কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ এ তথ্য নিশ্চিত করে বলেন।

তিনি আরো জানান, বিস্ফোরক ও ভাঙচুর মামলায় গ্রেফতার হয়ে ২৬ ফেব্রুয়ারি এমদাদুল হক ভট্টুকে কারাগারে পাঠানো হয়। তখন তার প্রেশার সংক্রান্ত জটিলতা ছিল। সেদিনই তাকে কারাগারের হাসপাতালে ভর্তি করানো হয় এবং সুস্থ হয়ে ওঠেন। মঙ্গলবার সেহরি শেষে হঠাৎ অসুস্থতা অনুভব করেন তিনি পরে তাকে দ্রুত শজিমেক হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। কারাগারের এই কর্মকর্তা আরও জানান, সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান।

Facebook
Twitter
LinkedIn