Search
২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ / ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১:৫৫

বর্তমান সংস্কারের সমাধান নির্বাচন : মির্জা ফখরুল

বর্তমান সংস্কারের সমাধান নির্বাচন বলে অভিমত ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৪ এপ্রিল) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিমত ব্যক্ত করেন। স্ত্রীসহ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সন্ধ্যায় দেশে ফেরেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আশা করছি, বাংলা সাল ১৪৩২ -এ জাতির জন্য নতুন দিগন্ত নিয়ে আসবে । দেশের প্রতিটি মানুষের হৃদয়-মন উদ্ভাসিত হবে, নতুন সম্ভাবনার আনন্দে। এটাই আমরা প্রত্যাশা করি এবং মনে করি অতীতের ধুলা-বালি ও জঞ্জাল উড়িড়ে দিয়ে এ বৈশাখ আমাদের জন্য নতুন এক বাংলাদেশ তৈরি করবে।

তিনি বলেন, আমরা একটা আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নিঃসন্দেহে এই ঐক্য আমাদের মধ্যে সম্ভব হবে এবং আমরা সফল হবো।

Facebook
Twitter
LinkedIn