৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ৮ই শাবান, ১৪৪৬ হিজরি / দুপুর ১:০৯
৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ৮ই শাবান, ১৪৪৬ হিজরি / দুপুর ১:০৯

বাড়ি ফেরা হলো না তিন বন্ধুর

একসঙ্গে মোটরসাইকেলে করে বাণিজ্য মেলায় ঘুরতে গিয়েছিলেন তিন বন্ধু। কিন্তু মেলা থেকে বাড়ি ফেরা হলো না তাদের। বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এই তিন কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌর শহরের বাঁশহাটি মৎস্য আড়তের সামনে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার রহমান মণ্ডলের ছেলে হোসাইন মণ্ডল, মঞ্জুর আলীর ছেলে মিথুন প্রামাণিক ও জিয়াউর রহমানের ছেলে শাহ নেওয়াজ। নিহতদের মরদেহ আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তারা বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

Facebook
Twitter
LinkedIn