১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ / ১৪ই রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৮:৫৩

বিপিএলে খেলা অনিশ্চিত সাকিবের

বিপিএলে খেলা অনিশ্চিত সাকিবের, বিকল্প ভেবে রেখেছে চট্টগ্রাম
স্পোর্টস ডেস্ক: দেশের মাটিতে খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু আন্দোলনের মুখে দেশে ফেরা হয়নি টাইগার এই অলরাউন্ডারের। আসন্ন বিপিএলে সাকিব খেলবেন কি না এ নিয়েও আছে অনিশ্চয়তা। একাদশ আসরে চিটাগং কিংসে নাম লিখিয়েছেন সাকিব। চট্টলার ফ্র্যাঞ্চাইজিটিও সাকিবের খেলা নিয়ে নিশ্চয়তা দিতে পারলেন না।

বিপিএলে সাকিবের খেলা নিয়ে জানতে চাওয়া হয়েছিল চট্টগ্রাম কিংসের মালিক সামির কাদের চৌধুরীর কাছে। তিনি বলেন, ‘এখনো এ বিষয়ে (সাকিবের বিপিএল খেলা) চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। বোর্ডের তরফ থেকে কিছু জানানো হয়নি আমাদের। আমরা একটা চিঠি পাঠাব দেখি।’

সাকিব না খেললে শেষ মুহূর্তে দলে নতুন খেলোয়াড় ভেড়াতে হবে চিটাগংকে। সেক্ষেত্রে আলাদা করে কোনো পরিকল্পনা রয়েছে কি না এমন প্রশ্নে সামির বললেন, ‘হ্যাঁ পরিকল্পনা তো অবশ্যই রয়েছে। আমরা তিন চার জনের সঙ্গে কথা বলে রেখেছি। অলমোস্ট দুই জন পছন্দের আছে। এখন দেখা যাক আর কি।’

বিপিএল শুরু হচ্ছে ৩০ ডিসেম্বরে। এরই মধ্যে টুর্নামেন্টটি সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। চট্টগ্রাম কিংস কবে থেকে অনুশীলন শুরু করবে এমন প্রশ্নে ফ্র্যাঞ্চাইজিটির মালিক জানালেন, ‘কোচ এবং কিছু খেলোয়াড় আগেভাগেই দলে যোগ দেবেন। সেটা হতে পারে আগামী ১৫ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে। শন টেইট ও এনামুল হকরা এর মধ্যে চলে আসবে। এরপরই আমরা অনুশীলন শুরু করব। ম্যাচের আগে নিজেদের যথাযথ প্রস্তুত রাখার চেষ্টা থাকবে দলের।’

অনেক বছর পর আবারও বিপিএলে ফিরছে চট্টগ্রাম কিংস। নিজেদের জার্সি উন্মোচন নিয়ে বড় চিন্তা আছে ফ্র্যাঞ্চাইজিটির, ‘হ্যাঁ টুর্নামেন্টে পছন্দের দলের জার্সি নিয়ে তো অনেক আগ্রহ থাকে দর্শকদের। আমরা সেটা বিবেচনায় রাখবো। সবকিছু ঠিক থাকলে দ্রুতই একটা অনুষ্ঠান করে উন্মোচন করা হবে। আনুমানিক পরবর্তী সপ্তাহের মধ্যে করার পরিকল্পনা রয়েছে।’

এবারের আসরে চিটাগাং কিংসের স্কোয়াড
সাকিব আল হাসান, শরীফুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব, মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো, গ্রাহাম ক্লার্ক ও থমাস ও’কনেল।-ঢাকা পোস্ট

Facebook
Twitter
LinkedIn