Search
১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ / ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ / ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি / রাত ১০:২২

সালমান এফ রহমানের বিদেশি সম্পত্তি জব্দ, শেয়ার অবরুদ্ধ

ঢাকা মহানগর দায়রা জজ আদালত সোমবার (১০ মার্চ, ২০২৫) সালমান এফ রহমানের নামে লন্ডনে থাকা স্থাবর সম্পদ জব্দ এবং বিদেশি দুটি ব্যাংক হিসাব ও কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন। এই আদেশটি দুদকের আবেদন অনুযায়ী গৃহীত হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন সুষ্ঠু তদন্তের জন্য এই আবেদন করেন, এবং আদালত সেটি মঞ্জুর করেন। সালমান এফ রহমান এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে শেয়ার কারসাজি, প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাট এবং প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া, বিদেশে পাচারের অভিযোগও রয়েছে।

অভিযোগের অনুসন্ধানকালে সালমান এফ রহমান, তার পরিবার এবং ঘনিষ্ঠদের নামে ব্যাংক হিসাবসমূহ পাওয়া যায়, যেগুলো স্থানান্তর/হস্তান্তর করার চেষ্টা করা হচ্ছিল। এর ফলস্বরূপ, তদন্তের স্বার্থে আদালত এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার আদেশ দিয়েছে।

এটি একটি প্রক্রিয়ার অংশ হিসেবে ২৪ ফেব্রুয়ারি সালমান এফ রহমান এবং তার সহযোগীদের নামে থাকা ৩৭২টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছিল, যেখানে মোট ৫৫ কোটি ৬ লাখ ৪৭ হাজার ১১৭ টাকা ছিল।

গত বছরের ১৩ আগস্ট, সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয় যখন তিনি নৌপথে পালানোর চেষ্টা করছিলেন। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

Facebook
Twitter
LinkedIn