১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ / ১৪ই রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৮:৫৫

সীমানার জানাজা সম্পন্ন, মরদেহ নেওয়া হচ্ছে শেরপুরে

মডেল ও অভিনেত্রী রিশতা লাবনী সীমানা আর নেই। আজ সকাল ৬টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৯ বছর। স্বামী ও দুই পুত্রসন্তান শ্রেষ্ঠ ও স্বর্গকে রেখে গেছেন তিনি।

দুপুর ১২টা ১৫ মিনিটে সীমানার প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে চ্যানেল আই প্রাঙ্গণে। এখন অভিনেত্রীর মরদেহ নেওয়া হচ্ছে তাঁর গ্রামের বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলায়। সেখানেই তাঁকে দাফন করা হবে। 

প্রথম জানাজার সময় সীমানার ছোট ভাই এজাজ বিন আলী বলেন, ‌‘বাদ মাগরিব আরও এক জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে।’

প্রসঙ্গত, স্ট্রোক করেছিলেন সীমানা। এরপর ১৪ দিন অচেতন ছিলেন তিনি। প্রথমে জরুরিভিত্তিতে তাঁকে ভর্তি করা হয়েছিল রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে। কিন্তু শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি সাইফ সাপোর্টে ছিলেন।

Facebook
Twitter
LinkedIn