ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে দীর্ঘ আকাঙ্ক্ষার অবসান ঘটল তামিম ইকবালের। অধিনায়কত্বের অভিষেক ঘটল তার। আর তার নেতৃত্বে প্রথম দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়েছেন টাইগাররা।
আজ চট্টগ্রামে ক্যারিবীয়দের হোয়াইওয়াশ করতে পারলে তামিমের অধিনায়কত্বের অভিষেক সিরিজ অনন্য ইতিহাস হয়ে থাকবে।
সে ইতিহাস লেখার আগেই অনন্য এক রেকর্ড গড়লেন বাঁহাতি এ ড্যাশিং ওপেনার।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এককভাবে ৫০০ রান সংগ্রহকারী হয়েছেন তিনি। যা এ মাঠে কোনো ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ রান।
লোকালবয় হিসেবে তামিমের এ রেকর্ড অনন্যই বটে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজের ১৫তম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলছেন তামিম। এর আগে ১৪ ম্যাচে ৪১.৪১ গড়ে তার মোট রান ছিল ৪৯৭। আজ ওপেনিংয়ে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ বলে ১৫ রান করেছেন। ৫০০ রানের মাইলফলক ছুঁয়েছেন তৃতীয় ওভারে।
অনন্য মাইলফলক ছুলেও চট্টগ্রামের মাঠে দ্বিতীয় সফল বাংলাদেশি ব্যাটসম্যান লোকালবয় তামিম।
রানের দিক থেকে কম থাকলেও ম্যাচ সংখ্যার বিচারে চট্টগ্রামে তামিমের চেয়ে বেশি সফল ইমরুল কায়েস। ৯ ম্যাচ খেলে ৫৩.২৫ গড়ে ৪২৬ রান করেছেন ইমরুল। বিদেশি ব্যাটসম্যানদের মধ্যে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর ৫৫.০০ গড়ে ৭ ম্যাচে এই মাঠে করেছেন ৩৩০ রান।