৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:৪৬
৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:৪৬

অপেক্ষায় রয়েছে বীমা খাতের কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্তির অপেক্ষায় রয়েছে বীমা খাতের কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসতে যাওয়া এই কোম্পানি কর্তৃপক্ষ এরই মধ্যে সাবস্ক্রিপশন, লটারি ড্র এবং লটারি বিজয়ীদের বিও হিসাবে জমা হয়েছে।

এখন দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির অপেক্ষায় রয়েছে। তালিকাভুক্তির পর থেকেই পুঁজিবাজারে লেনদেন শুরু হবে।

কোম্পানির তথ্য মতে, পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে গত ১০ নভেম্বর (মঙ্গলবার) থেকে ১৬ নভেম্বর পর্যন্ত কোম্পানিটির আইপিও আবেদন চলে। এই সময়ে প্রাতিষ্ঠানিক, ক্ষুদ্র, ক্ষতিগ্রস্ত এবং দেশি ও বিদেশরীরা বিনিয়োগ করেছেন।

Facebook
Twitter
LinkedIn