২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৭:৪২

অবসর ভেঙে টেস্ট খেলায় মঈন

ইংলিশ ক্রিকেটার অলরাউন্ডার মঈন আলী অবসর ভেঙে টেস্ট খেলায় আবারো ফিরেছেন। সোমবার (১১ জুন) ম্যাককুলামের সঙ্গে আলোচনা শেষে বিবিসির সঙ্গে আলোচনায় আবার টেস্টে ফেরার বিষয় নিশ্চিত করেছেন তিনি। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

২০২১ সালের সেপ্টেম্বরে আচমকাই টেস্ট থেকে অবসর ঘোষণা করেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। সরাসরি অবসরের ঘোষণা না দিলেও এই ইংলিশ ক্রিকেটার জানিয়েছিলেন, লম্বা ফরম্যাটের ক্রিকেটে তিনি কমফোর্ট ফিল করছেন না। টেস্টে নিজের শেষ দেখছেন তিনি।

কিন্তু ইংল্যান্ডের নতুন কোচ ব্রেন্ডন ম্যাককুলামের প্রভাবে টেস্টে নিজের শেষ দেখার চিন্তা থেকে সরে এসেছেন মঈন আলী। আসন্ন পাকিস্তান সফরের আগে টেস্ট ফরম্যাটে নিজের অবসর ভাঙার ঘোষণা দিলেন এই ইংলিশ অলরাউন্ডার।

বিবিসিকে মঈন আলী বলেন, ‘ম্যাককুলামের সঙ্গে আমার কথা হয়েছে, সে আমার সঙ্গে আসন্ন পাকিস্তান সফর নিয়ে আলোচনা করেছে। সে আমাকে জানিয়েছে, টেস্ট দলে আমার জন্য দরজা খোলা। আমিও জানিয়েছি, আমি এখন থেকে আর অবসরে নেই।

আসলে ম্যাককুলামকে না করা কঠিন বিষয়। আমার পক্ষে এটি সম্ভব ছিল না। সত্য বলতে আমি তার অধীনে এবং বেন স্টোকসের নেতৃত্বে খেলতে মুখিয়ে আছি। তারা দুইজনই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পছন্দ করে।

যখন অথবা যদি ম্যাককুলাম আমাকে টেস্ট দলে চায়, আমি অবশ্যই তাহলে পাকিস্তানে খেলবো। আমি কিছু বছর আগে পাকিস্তানে পিএসএল খেলতে গিয়েছিলাম, কিন্তু জাতীয় দলের সঙ্গে সেখানে খেলতে যাওয়ার অনুভূতি আলাদা।

এছাড়াও এটি একটি ঐতিহাসিক সিরিজ হতে যাচ্ছে। লম্বা সময় পর আমরা দেশটিতে খেলতে যাবো। পাকিস্তানের মানুষ ক্রিকেট ভালোবাসে, সেখানে খেলতে গেলে নিশ্চিতভাবে অনেক ভালোবাসা ও সমর্থন পাওয়া যাবে।’

২০০৫ সালে সর্বশেষ কোনো সিরিজ খেলতে পাকিস্তানে গিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট দল।

Facebook
Twitter
LinkedIn