সরকারের অবৈধ শপথ গ্রহণ জনগণ মেনে নেবে না। এই নির্বাচন সাধারণ মানষ বর্জন করেছে বলে মন্তব্য করেছেন সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপির নেতা জয়নাল আবদিন ফারুক।
আজ বুধবার সকালে প্রেসক্লাবের সামনে লিফলেট বিতরণ ও গণসংযোগের সময় তিনি এ কথা বলেন।
জয়নাল আবেদিন ফারুক বলেন, এরশাদও নির্বাচন দিয়ে শপথ গ্রহণ করে সরকার গঠন করেছিল। কিন্তু টিকতে পারেনি। আওয়ামী লীগের এই সরকারও টিকবে না। মানুষের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারবে না কেউ।
এই সময় তিনি আরও বলেন, গণতন্ত্র মুক্ত করতে বিএনপির আন্দোলন চলতেই থাকবে।