Search
২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৭শে শাবান, ১৪৪৬ হিজরি / ভোর ৫:০৩

অভিনয়েই এখন ব্যস্ত সময় পার করছেন বিপাশা কবির।

আইটেম গার্ল হিসেবে পরিচিতি পেলেও নায়িকা চরিত্রে অভিনয়েই এখন ব্যস্ত সময় পার করছেন বিপাশা কবির। বর্তমানে ‘গিভ অ্যান্ড টেক’ সিনেমায় শুটিং করছেন তিনি। অপূর্ব রানার পরিচালনায় সিনেমাটি নির্মিত হচ্ছে। এতে একজন নার্সের চরিত্রে অভিনয় করছেন বিপাশা। সিনেমাটিতে কাজ ও অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি জানান, একটি চমৎকার ভালোবাসার গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। আমার চরিত্রটিও দুর্দান্ত। এমন চরিত্র আগে কখনো করিনি। এই প্রথম।

কাজ করতে গিয়ে অন্যরকম অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছি। এদিকে এ ছবি ছাড়াও ‘সোলমেট’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন বিপাশা। যেটির পরিচালক বাপ্পি খান। এর পোস্ট প্রোডাকশনের কাজ এখন চলছে। লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরাদের তালিকায় নাম লিখিয়ে শোবিজে পদার্পণ করেন বিপাশা কবির। শাহিন সুমন পরিচালিত ‘ভালোবাসার রং’ চলচ্চিত্রের আইটেম গান দিয়ে চলচ্চিত্রে তার যাত্রা শুরু। একে একে প্রায় ৫০টির বেশি ছবির আইটেম গানে পারফর্ম করে রুপালি পর্দায় বিপাশা কবির পেয়েছেন আলাদা পরিচিতি। নায়িকা হিসেবে কাজ করেছেন ৬টিরও বেশি সিনেমায়। সর্বশেষ বিপাশা কবির অভিনীত ও মুক্তিপ্রাপ্ত ছবি ‘পাষাণ’।

Facebook
Twitter
LinkedIn