২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ২:৫৪

অভিনেত্রী বারবারা রাশ মারা গেছেন

হলিউডে পঞ্চাশ ও ষাটের দশকে দ্যুতি ছড়ানো অভিনেত্রী বারবারা রাশ আর নেই। রোববার (৩১ মার্চ) মারা গেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭। ফক্স নিউজ ডিজিটালকে এ তথ্য নিশ্চিত করেছেন সংবাদমাধ্যমটির জ্যেষ্ঠ প্রতিবেদক ও অভিনেত্রীর মেয়ে ক্লডিয়া কওয়ান।

তিনি বলেন, ‘আমার মমতাময়ী মা আজ (রোববার) সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে মারা গেছেন। সকালে আমি তার সাথে ছিলাম এবং নিরাপদে বাড়ি ফেরার জন্য তিনি আমার জন্য অপেক্ষা করছিলেন।’

আরও বলেন, ‘চলে যাওয়া জন্য তিনি ইস্টারকে বেছে নিয়েছেন, দিনটি তার খুবই প্রিয় ছিল। এবং অবশ্যই আজ থেকে এই দিনটি আমাদের পরিবারের জন্য আরও গভীর তাৎপর্য বহন করবে।

Facebook
Twitter
LinkedIn