২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৮শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১:১৩

অভিনেত্রী স্পর্শিয়া হাসপাতালে

হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াকে। রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। শনিবার (৩০ জুলাই) রাতে অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়েছে।

সংবাদমাধ্যমকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।

তিনি জানান, শনিবার (৩০ জুলাই) ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের প্রফেসর ডা. ফিরোজ কবিরের অধীনে স্পর্শিয়ার অপারেশনটি করা হয়েছে। অপারেশনের পর এই অভিনেত্রীর শারীরিক অবস্থা স্বাভাবিক আছে বলে জানিয়েছেন তিনি।

অভিনয়ে স্পর্শিয়ার আগমন ঘটে প্যারাসুট তেলের একটি বিজ্ঞাপনের মাধ্যমে। সেই বিজ্ঞাপনটি দারুণ জনপ্রিয়তা অর্জন করে। এরপর একাধিক বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করে তিনি নিজেও জনপ্রিয়তা অর্জন করেন।

বড়পর্দায়ও দেখা গেছে এই অভিনেত্রীকে। স্পর্শিয়া অভিনীত শেষ চলচ্চিত্র ‘নবাব এলএলবি’। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত সরকারি অনুদানের একটি সিনেমা। চিত্রনায়িকা রোজিনা পরিচালিত এই সিনেমাটির নাম ‘ফিরে দেখা’।

Facebook
Twitter
LinkedIn