গেল ঈদের নাটকে খুব একটা পাওয়া যায়নি অভিনেত্রী মৌসুমী হামিদকে। কারণ লকডাউনে কাজ করেননি তিনি। আর তার আগে ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেছেন। তবে ঈদের পর পরই ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। এ ছাড়াও সামনে একক ও খণ্ড নাটকের কাজ করবেন। এদিকে ফেসবুকে মাঝেমধ্যেই নিজের মনের কথাগুলো শব্দে প্রকাশ করেন এ অভিনেত্রী। অভিমানের সুরও থাকে এসব লেখায়। কিন্তু কেন? কার ওপর অভিমান? উত্তরে মৌসুমী হামিদ বলেন, আসলে শিল্পীরা অভিমানী হয়েই থাকে।
আমিও তার বাইরে নই। কিছু অভিমান আমারও আছে। তবে এটা আমার ব্যক্তিগত বিষয়। অভিনয় জগৎ আমার ভালোবাসার জায়গা। যাকে বেশি ভালোবাসি, তার প্রতি অভিমান হওয়াটাই তো স্বাভাবিক। তাই না! এখান থেকেই অনেক কিছু পেয়েছি। শোবিজ অঙ্গনই আমাকে একজন অভিনেত্রী বানিয়েছে। অভিমান থাকলেও ভালো ভালো কাজ নিয়েই সব সময় থাকতে চাই। বিয়ের বাদ্য কবে বাজবে মৌসুমী হামিদের? উত্তরে তিনি বলেন, সময় হলেই হবে। করোনা আসলে অনেক পরিকল্পনাই ভেস্তে দিয়েছে। এতটুকু বলবো, বিয়ে করলে তা সবাইকে জানিয়েই করবো। বিয়ে লুকিয়ে রাখার কোনো বিষয় নয়। সুন্দর ও শুভ কাজ। সবার দোয়া নিয়েই বিয়ে করবো।