পার্বত্য এলাকায় সাঁড়াশি অভিযানের কারণে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়া কোণঠাসা হয়ে পড়েছে। সবশেষ গ্রেপ্তার ৫ জঙ্গি রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছেন র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন। সোমবার বিকেলে ব্রিফিংয়ে এ সব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও জানান, পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণে গিয়ে নিহত আমিনুল ইসলামের কবর থেকে মরদেহ সরিয়ে নিয়েছে জঙ্গিরা।
সন্ত্রাসী গোষ্ঠী কুকিচিনের সাথে মিলে পাহাড়ি এলাকায় ঘাটি গাড়ার পরিকল্পনা করে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার সদস্যরা। উদ্দেশ্য ছিল জঙ্গি প্রশিক্ষণ নেওয়া। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় একের পর এক ধরা পড়ে সংগঠনটির সদস্যরা। পাহাড়ের ক্যাম্প গুটিয়ে গহীন অরণ্যে পালিয়েছে তারা।
সবশেষ থানচি ও রোয়াংছড়ি থেকে ৫ জনকে গ্রেপ্তার করে র্যাব। জিজ্ঞাসাবাদে পলাতক সদস্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে সংস্থাটি। সামরিক প্রশিক্ষণ নিয়ে নাশকতার প্রস্তুতির কথাও স্বীকার করেছে জঙ্গিরা। প্রশিক্ষণ নেওয়ার সময় মারা যাওয়া কুমিল্লার আমিনুল ইসলামের কবরের সন্ধানও দিয়েছে তারা। তবে এর মধ্যেই তার মরদেহ সরিয়ে ফেলে জঙ্গিরা।
কবরের সন্ধান পাওয়ার খবরে র্যাবের সাথে বান্দরবানে যান আমিনুল ইসলামের বাবা মো. নুরুল ইসলাম। এ সময় ইসলামের শত্রুদের বিচার দাবি করে বলেন, ‘মৌলবাদীর নামে যারা অপপ্রচার চালায়, ইসলামের নামে ভুল ব্যাখ্যা দেয়। সরকারের বিরুদ্ধে বা জতির বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে মানুষকে ভুল পথে চালায় তাদের বিচার দাবি করছি।’
সাঁড়াশি অভিযানের কারণে কোণঠাসা হয়ে পড়েছে সংগঠনটি বলে জানান র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন। নতুন করে কেউ যাতে জঙ্গি সংগঠনটির সাথে জড়াতে না পারে সেদিকে নজর রাখার কথাও জানান তিনি।
সুলতানা জাহান মিতু, ইনডিপেনডেন্ট নিউজ