
বইমেলা প্রতিদিন : নিজস্ব প্রতিবেদক
[বইমেলার খবর, প্রকাশিত বই, বইয়ের রিভিউ, লেখক পরিচয়সহ যাবতীয় বইমেলা সংবাদ। বাংলা একাডেমির খবরা-খবর ও অনুষ্ঠান নিয়ে পুরো ভাষার মাস জুড়ে চলবে আমাদের বইমেলা প্রতিদিন সংবাদ আয়োজন ]
বাংলা একাডেমিতে মাসব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, একুশ আমাদের মূল সত্তার পরিচয়, একুশে মানে জেগে ওঠা, একুশ আমাদের দৃঢ় বন্ধন । একুশের টান প্রজন্মের পর প্রজন্ম বিস্তৃত হয়েছে । যার উদাহরণ জুলাইয়ের গণঅভ্যুত্থান । শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমিতে অমর একুশের বইমেলার উদ্বোধন শেষে দেয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন। জুলাই আন্দোলনের ছাত্র-জনতা-শ্রমিককে স্মরণ করে তিনি বলেন, ‘গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতির ঘাড়ে দীর্ঘ ১৬ বছর ধরে চেপে থাকা স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। আমাদের সাহসী তরুণদের এই অভূতপূর্ব আত্মত্যাগ বিশ্বকে চমকে দিয়েছে। আমি শ্রদ্ধার সাথে উপস্থিত সবাইকে সাথে নিয়ে স্মরণ করছি জুলাইয়ের ছাত্রদের নেতৃত্বে গণঅভ্যুত্থানে যেসব দুঃসাহসী ছাত্র-জনতা-শ্রমিক প্রাণ দিয়েছেন এবং নির্মমভাবে আহত হয়েছেন ।
এই বিজয়ের মাধ্যমে এসেছে ‘নতুন বাংলাদেশ’ গড়ার ইস্পাত কঠোর প্রতিজ্ঞা । উল্লেখ্য যে, ‘অমর একুশে বইমেলা ২০২৫’ নিয়ে ৩০ জানুয়ারি, বৃহস্পতিবার সকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে একটি সংবাদ সম্মেলন আয়োজন করে বাংলা একাডেমি। নতুন স্বপ্নের বাংলাদেশ ও বইমেলার আগাম কুশলাদী বিনিময় করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। সেই যাত্রার পথ অনুসরণে গতকাল ফেব্রুয়ারির প্রথম দিন। প্রধান উপদেষ্টার আগমণ, বক্ততা ও উদ্ধোধনী আয়োজনের মধ্য দিয়ে ভাষার মাস থেকেই শুরু হয়ে গেল প্রাণের বই মেলা। নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এই মেলা যেন নতুন প্রাণ সঞ্চার করেছে। জুলাই বিপ্লবকে স্বরণীয় করে রাখতে ২৪ গণঅভ্যথান নিয়ে অসংখ্য গল্প, কবিতা ও নিবন্ধ বিন্যাসাকারে উঠে এসেছে- নতুন বইয়ের নতুন মলাটের সুঘ্রাণে …