২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:৪০

অর্থনীতি সমিতির বিকল্প বাজেট পেশ

২০২৪-২৫ অর্থবছরের জন্য ১১ লাখ ৯৫ হাজার ৪৮৬ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। 

সোমবার(৩রা জুন) রাজধানীর ইস্কাটনে নিজ কার্যালয়ে বিকল্প বাজেট উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক আইনুল ইসলাম। তাদের প্রস্তাবিত বাজেটে ব্যায়ের প্রায় পুরোটাই আসবে রাজস্ব আয় থেকে, যা ১০ লাখ ২৪ হাজার ৭৬৭ কোটি টাকা।

এতে ব্যয় মেটাতে বৈদেশিক ঋনের প্রয়োজন পড়বে না। বিকল্প বাজেটে কালো টাকা ও পাচার করা থেকে উদ্ধার করা অর্থসহ নতুন আয়ের ২৭টি উৎস প্রস্তাব করা হয়। 

এসময় বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি কাজী খলীকুজ্জামান আহমদ বলেন, ব্যাংকিং খাতের দুষ্টচক্র দমন করে এগিয়ে যেতে হবে।

Facebook
Twitter
LinkedIn