২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৭শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১১:০৯

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

আসন্ন একদিনের ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। 

১৮ সদস্যের এই প্রাথমিক দল থেকে পরবর্তিতে ১৫ সদস্যে নামিয়ে চুড়ান্ত দল ঘোষণা করা হবে। প্রাথমিক দলে ডাক পাননি দলের অভিজ্ঞ ক্রিকেটার মার্নাস লাবুশেন। 

দলে ডাক পেয়েছেন দুইজন নতুন মুখ, তানভীর সাঙ্গা লেগ স্পিনার হিসেবে ও অ্যারন হার্ডি অলরাউন্ডার হিসেবে। অধিনায়ক হিসেবে থাকবেন প্যাট কামিন্স। 

এছাড়া, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নারের মতো অভিজ্ঞ ক্রিকেটারদেরও রাখা হয়েছে দলে। আগামী ৫ অক্টোবার ভারতে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের এই জমকালো আসর। ৮ অক্টোবার স্বাগতিক ভারতের বিপক্ষের ম্যাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করবে অস্ট্রেলিয়া।    

ওয়ানডে দল: প্যাট কামিন্স, শন অ্যাবট, অ্যাস্টর অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাঙ্গা, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা। 

Facebook
Twitter
LinkedIn