অপেক্ষার পালা শেষ হতে চলেছে। বিশ্বকাপ ক্রিকেটের রোমাঞ্চকর ফাইনালে আজ (রোববার) আহমেদাবাদে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়া। তৃতীয়বার বিশ্বকাপ ট্রফি জয়ের হাতছানি ভারতের সামনে। আসরজুড়ে দুর্দান্ত খেলা উপহার দেয়া ভারতীয় দল ফাইনালে বাড়তি সতর্কতা নিয়েই প্রস্তুতি নিয়েছে।
এদিকে, খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে না পারলেও কোচ হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার সুযোগ আছে দ্রাবিড়ের। বিশ্বকাপ ট্রফি না ছুঁতে পারার আক্ষেপ এবার ঘোঁচাতে চান দ্রাবিড়। টানা ৯ ম্যাচে অপরাজিত থাকলেও আত্মতৃপ্তিতে ভুগতে নারাজ ভারত।
অন্যদিকে, বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সামনে হাতছানি ষষ্ঠবার শিরোপা জয়ের। ২০১৫ সালে সবশেষ ঘরের মাঠে অজিরা বিশ্বকাপ ট্রফি জিতেছিলো। ট্রফি পুনরুদ্ধারের স্বপ্ন নিয়েই অস্ট্রেলিয়া দল ভারতে এসেছে। নরেন্দ মোদি ক্রিকেট স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।