Search
১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ / ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ / ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি / দুপুর ২:১২

অ্যাডভেঞ্চার ৯-এর আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল মসজিদের পাশে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে রবিবার (২৭ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে লঞ্চটিতে আগুন ধরে যায়। 

বিষয়টি সংবাদকে নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া সেলের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবদুর রহমান।

আবদুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে এখনো কোথাও কোথাও ধোঁয়া বের হচ্ছে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো সঠিক কারণ জানা যায়নি। তবে, আমরা ধারণা করছি লঞ্চের ইঞ্জিন বা ভিআইপি কেভিন থেকে আগুন ছড়িয়ে থাকতে পারে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চঘাটে যাত্রী নামানোর পরে ৫ নম্বর পন্টুনে রাখা হয় লঞ্চটি। কেবিন বয়, কর্মীরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এসময় হঠাৎ লঞ্চের পেছনের দিকের কেবিন থেকে আগুন ছড়িয়ে পড়ে।

Facebook
Twitter
LinkedIn