২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৪:৩০
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৪:৩০

আঁ সার্তেঁ রিগায় যে ছবিগুলো পুরস্কার পেল

কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগা বিভাগটি এখন বাংলাদেশের মানুষের কাছে বেশ পরিচিত। কারণ এ বিভাগেই প্রতিযোগিতা করেছে ‘রেহনা মরিয়ম নূর’ ছবিটি। প্রদর্শনীর পর ছবিটি বেশ প্রশংসিত হলেও পুরস্কার জিততে পারেনি। এই বিভাগে গ্র্যান্ড প্রাইজ পেয়েছে রাশিয়ার ছবি ‘আনক্লেনচিং দ্য ফিস্টস’।

শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় কানের সাল দুবুসি হলে আঁ সার্তেঁ রিগার পুরস্কার ঘোষণা করা হয়। সেরা ছবি ‘আনক্লেনচিং দ্য ফিস্টস’-এর নির্মাতা কিরা কোভালেঙ্কো এবং প্রযোজক আলেক্সান্ডার রোদনিয়ানস্কি ও সার্জেই মেলকুমভ। এই বিভাগের জুরি প্রাইজ পেয়েছে অস্ট্রীয় নির্মাতা সেবাস্তিয়ান মিজের ‘গ্রেট ফ্রিডম’; দ্য অনসাম্বল প্রাইজ জিতে নেয় ফরাসি অভিনেত্রী, লেখক ও নির্মাতা হাফসিয়া হের্জির ‘গুড মাদার’; প্রাইজ অব কারেজ নিয়েছে রোমানিয়ার তিওদোরা না মিহাইয়ের ‘লা সিভিল’; আইসল্যান্ডের ভ্লাদিমির জোহানসনের ‘ল্যাম্ব’ জিতে নিয়েছে প্রাইজ অব অরিজিনালিটি এবং স্পেশাল মেনশন পেয়েছে মেক্সিকোর তাতিয়ানা হুজোর ‘প্রেয়ারস ফর দ্য স্টোলেন’।

৭ জুলাই কানের সাল দুবুসিতে ‘রেহানা মরিয়ম নূর’-এর উদ্বোধনী প্রদর্শনীর মধ্য দিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। কানের অফিশিয়াল সিলেকশনে প্রথমবারের মতো বাংলাদেশি কোনো সিনেমা অংশগ্রহণ করে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।

Facebook
Twitter
LinkedIn