Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:১৭

আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তির সিদ্ধান্ত আজ

বাংলাদেশকে আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ডলার ছাড়ের প্রস্তাব আজ সংস্থাটির বোর্ড মিটিংয়ে উত্থাপিত হবে। যদিও আইএমএফ’র দ্বিতীয় কিস্তির অর্থ ছাড় পেতে সংস্থাটি বাংলাদেশকে যেসব শর্ত দিয়েছিলো তার মধ্যে দুটি শর্ত পূরণ করতে পারেনি বাংলাদেশ। ফলে দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ে নিয়ে কিছুটা আশঙ্কা রয়েছে। যদি এই ঋণ না পাওয়া যায় তাহলে অর্থনৈতিক সংকট আরও জটিল হতে পারে। তবে ‍ঋণ পাওয়ার ব্যাপারে আশাবাদী সরকার ও বাংলাদেশ ব্যাংক। যে যেসব কারণে দুটি খাতে শর্ত পূরণ হয়নি সেগুলো পর্যালোচনার পর আইএমএফ’র দ্বিতীয় কিস্তির অর্থ পেতে সমস্যা হবে না।

শর্ত দুটি হলো- সেপ্টেম্বরের শেষ নাগাদ অন্তত ২৫ দশমিক ৩২ বিলিয়ন ডলারের নেট রিজার্ভ থাকা এবং অর্থ বছরের প্রথম তিন মাসে রাজস্ব আদায় অন্তত ৬১ হাজার কোটি টাকা হতে হবে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক নিজেই স্বীকার করেছে যে এসব বিষয়ে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে বাংলাদেশ।   

Facebook
Twitter
LinkedIn