Search
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ১:০৩

আইপিএলেও অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা কোহলির

টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ক্রিকেটের এই ক্ষুদ্রতম সংস্করণের অধিনায়ক থাকবেন। এরপর নেতৃত্ব ছেড়ে দেবেন বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ভারত দলের অধিনায়ক বিরাট কোহলি

এবার ঘোষণা দিলেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকেও অধিনায়কত্বের পদ ছাড়ছেন।

ব্যাটিংয়ে আরো মনোযোগী হতেই আইপিএলে ব্যাঙ্গালুরু দলের নেতৃত্ব ছেড়ে দেবেন কোহলি।

রোববার রাতে ব্যাঙ্গালুরুর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় বিষয়টা নিশ্চিত করেছেন কোহলি।

সেই ভিডিওবার্তায় কোহলি বলেছেন, ‘বেশ কিছুদিন ধরেই এই সিদ্ধান্তের কথা ভাবছিলাম আমি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পরিবার ও অসাধারণ সমর্থকদের উদ্দেশে আজ আমি একটা ঘোষণা দিতে চাই। আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগে আমি সবাইকে জানাতে চাই যে, অধিনায়ক হিসেবে বেঙ্গালুরুতে এটাই আমার শেষ মৌসুম। আজ বিকেলেই দল ও পরিচালনা কমিটির সঙ্গে আমার কথা হয়েছে।’

এমন সিদ্ধান্ত কেন নিলেন ভক্তদের সেই ব্যাখ্যাও দিয়েছেন কোহলি।

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24

কোহলি বলেন, ‘কিছুদিন আগেই জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েছি, যেন অনেক বছর ধরে আমার ওপরে চেপে থাকা দায়িত্বের চাপটা কিছুটা কমে। যে দায়িত্ব আমার উপরে রয়েছে তা আরও ভাল ভাবে পালন করতে চাই। নিজেকে চনমনে রাখতে, মানসিক ভাবে ঠিক রাখতে এবং ভবিষ্যতে কী করতে চাই সেটার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। সামনের বছর বেঙ্গালুরুতে সবকিছুই একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাবে। বড় নিলাম হতে চলেছে।’

Facebook
Twitter
LinkedIn