২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১২:৪১
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১২:৪১

আইপিএলের নিলাম ২৩ ডিসেম্বর, কোন দলের বাজেট কত?

বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। চলতি বছরের ফেব্রুয়ারিতে আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হওয়ায়, ২০২৩ সালের আইপিএলকে সামনে রেখে এবার অনুষ্ঠিত হবে মিনি নিলাম। আগামী ২৩ ডিসেম্বর ভারতের কচিতে বসবে এই নিলাম। এই টুর্নামেন্টের নিলাম ঘিরেও থাকে নানা আকর্ষণ।

বুধবার ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) এই মিনি নিলামের তারিখ ঘোষণা করে। নিলামকে সামনে রেখে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির বাজেট ৯০ কোটি থেকে বাড়িয়ে ৯৫ কোটি করা হয়েছে। তাই ফ্র্যাঞ্চাইজিগুলো খেলোয়াড় কেনার ক্ষেত্রে আরও ৫ কোটি রুপি খরচ করতে পারবে এবারের মিনি নিলামে।

ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত মেগা নিলামে ২১৭ জন ক্রিকেটারকে দলে ভেড়ানোর সুযোগ পায় ফ্র্যাঞ্চাইজিগুলো। এদের মধ্যে ১০৭ জন অভিজ্ঞ ও ৯৭ জন অনভিষিক্ত ক্রিকেটার ছিলেন। ১৩৭ জন ছিল ভারতীয় ও ৬৭ জন বিদেশি সেবারের নিলামে দল পান। যাদের দলে ভেড়াতে ফ্র্যাঞ্চাইজিগুলোর খরচ হয় ৫৫১.৭ কোটি রূপি।

মিনি নিলামকে সামনে রেখে আগামী ১৫ নভেম্বরের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশের নির্দেশ দেয়া হয়েছে। এরপরই ২৩ ডিসেম্বর মিনি নিলামে অংশ নিবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

জেনে নেয়া যাক ফ্র্যাঞ্চাইজিগুলোর কতো রূপি অবশিষ্ট আছে:

পাঞ্জাব কিংস– ৩.৪৫+৫ কোটি রুপি
চেন্নাই সুপার কিংস– ২.৯৫+৫ কোটি রুপি
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর– ১.৫৫+৫ কোটি রুপি
রাজস্থান রয়্যালস- ০.৯৫+৫ কোটি রুপি
কলকাতা নাইট রাইডার্স– ০.৪৫+৫ কোটি রুপি
গুজরাট টাইটানস- ০.১৫+৫ কোটি রুপি 
মুম্বাই ইন্ডিয়ান্স- ০.১০+৫ কোটি রুপি
সানরাইজার্স হায়দরাবাদ- ০.১০+৫ কোটি রুপি
দিল্লি ক্যাপিটালস- ০.১০+৫ কোটি রুপি
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস- ০+৫ কোটি রুপি।

Facebook
Twitter
LinkedIn