২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:২৬
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:২৬

আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট

আগে ব্যাটিং করে রাজস্থান রয়্যালস যে রান তোলে, তা নিয়ে লড়াই করাই দুষ্কর। তবু টেষ্টা করে গেলেন ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহালরা। কিন্তু তাদের চেষ্টা যথেষ্ট হলো না। আগুন ঝরা বোলিংয়ের পর ব্যাট হাতেও দলকে পথ দেখালেন গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এরপর শুভমান গিলের সঙ্গে যোগ দিয়ে চোখের পলকেই ম্যাচের চেহারা পাল্টে দিলেন খুনে ব্যাটিং করা ডেভির মিলার। অসাধারণ এক জয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নিলো গুজরাট।

রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের ফাইনালে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়েছে গুজরাট টাইটান্স। এবারই প্রথম আইপিএলে অংশ নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি, প্রথম আসরেই হার্দিকের হাত ধরে সেরার মুকুট জিতে নিলো তারা। ২০১৬ সালের পর নতুন চ্যাম্পিয়ন পেল আইপিএল। https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-2955358375522119&output=html&h=280&slotname=7458591574&adk=3846397956&adf=3805079044&pi=t.ma~as.7458591574&w=916&fwrn=4&fwrnh=100&lmt=1653891257&rafmt=1&psa=1&format=916×280&url=https%3A%2F%2Fwww.bvnews24.com%2Fsports%2Fnews%2F65959&fwr=0&fwrattr=true&rpe=1&resp_fmts=3&wgl=1&adsid=ChAI8LPMlAYQjbq74J6XuOpSEjkAVlULhG8g6LxKPat1KQUXm-JDYz2GCMStsqDwKjjzBzudT0naJnYo4cV_bd-ujIHmuE8B9GhomWE&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTAyLjAuNTAwNS42MiIsW10sbnVsbCxudWxsLCI2NCIsW1siIE5vdCBBO0JyYW5kIiwiOTkuMC4wLjAiXSxbIkNocm9taXVtIiwiMTAyLjAuNTAwNS42MiJdLFsiR29vZ2xlIENocm9tZSIsIjEwMi4wLjUwMDUuNjIiXV0sZmFsc2Vd&dt=1653891256886&bpp=14&bdt=661&idt=14&shv=r20220525&mjsv=m202205250101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3De01f16174c5a6bda-2231f5837ad100b3%3AT%3D1641986160%3ART%3D1648956869%3AS%3DALNI_MZLmgLOExgCYnGqevZFUP7nNtBI-w&gpic=UID%3D00000539b374db84%3AT%3D1652074088%3ART%3D1653891243%3AS%3DALNI_MbgcMhBqAJDAyysV88X6uRTqKkKUg&prev_fmts=0x0%2C728x90%2C300x100%2C1047x280%2C300x250%2C344x280%2C916x280&nras=1&correlator=2025876593578&frm=20&pv=1&ga_vid=2082275298.1641986160&ga_sid=1653891257&ga_hid=1493795706&ga_fc=1&u_tz=360&u_his=12&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=1&dmc=4&adx=35&ady=1565&biw=1349&bih=568&scr_x=0&scr_y=0&eid=44759876%2C44759927%2C44759837%2C42531557%2C31067807&oid=2&pvsid=2094226696202651&pem=161&tmod=1299939421&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fwww.bvnews24.com%2Fsports%2F&eae=0&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C568&vis=1&rsz=M%7C%7CpeEbr%7Cp&abl=XS&pfx=0&fu=128&bc=31&jar=2022-05-30-06&ifi=5&uci=a!5&btvi=4&fsb=1&xpc=ruKjQyuDo7&p=https%3A//www.bvnews24.com&dtd=282

টস জিতে আগে ব্যাটিং করতে নামে রাজস্থান রয়্যালস। শুরুটা একেবারে খারাপ না হলেও বড় ইনিংসের অভাবে লড়াকু সংগ্রহ গড়তে পারেনি তারা। পুরো আসরে দারুণ ফর্মে থাকা জস বাটলার কেবল বলার মতো রান করেন। হার্দিক পান্ডিয়া, রশিদ খানদের অসাধারণ বোলিংয়ে ৯ উইকেটে ১৩০ রান তোলে রাজস্থান। জবাবে শুভমান গিল, ম্যাচ সেরা হার্দিক ও মিলারের ব্যাটে ১১ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় তুলে নেয় গুজরাট। 

রাজস্থান ও গুজরাট একটি জায়গায় একই বিন্দুতে। সেটা নিজেদের প্রথম আসরেই শিরোপা জেতার দিক থেকে। প্রথমবারের মতো ২০০৮ সালে আইপিএল অনুষ্ঠিত হয়। সেই আসরে শেন ওয়ার্নের নেতৃত্বে শিরোপা জেতে রাজস্থান। এরপর আর শিরোপা জিততে পারেনি তারা, খেলা হয়নি কোনো ফাইনালও। এবার ফাইনালে উঠলেও গুজরাটের প্রথমের উৎসবে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের। https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-2955358375522119&output=html&h=280&slotname=7458591574&adk=3846397956&adf=649016097&pi=t.ma~as.7458591574&w=916&fwrn=4&fwrnh=100&lmt=1653891257&rafmt=1&psa=1&format=916×280&url=https%3A%2F%2Fwww.bvnews24.com%2Fsports%2Fnews%2F65959&fwr=0&fwrattr=true&rpe=1&resp_fmts=3&wgl=1&adsid=ChAI8LPMlAYQjbq74J6XuOpSEjkAVlULhG8g6LxKPat1KQUXm-JDYz2GCMStsqDwKjjzBzudT0naJnYo4cV_bd-ujIHmuE8B9GhomWE&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTAyLjAuNTAwNS42MiIsW10sbnVsbCxudWxsLCI2NCIsW1siIE5vdCBBO0JyYW5kIiwiOTkuMC4wLjAiXSxbIkNocm9taXVtIiwiMTAyLjAuNTAwNS42MiJdLFsiR29vZ2xlIENocm9tZSIsIjEwMi4wLjUwMDUuNjIiXV0sZmFsc2Vd&dt=1653891256900&bpp=1&bdt=675&idt=1&shv=r20220525&mjsv=m202205250101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3De01f16174c5a6bda-2231f5837ad100b3%3AT%3D1641986160%3ART%3D1648956869%3AS%3DALNI_MZLmgLOExgCYnGqevZFUP7nNtBI-w&gpic=UID%3D00000539b374db84%3AT%3D1652074088%3ART%3D1653891243%3AS%3DALNI_MbgcMhBqAJDAyysV88X6uRTqKkKUg&prev_fmts=0x0%2C728x90%2C300x100%2C1047x280%2C300x250%2C344x280&nras=1&correlator=2025876593578&frm=20&pv=1&ga_vid=2082275298.1641986160&ga_sid=1653891257&ga_hid=1493795706&ga_fc=1&u_tz=360&u_his=12&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=1&dmc=4&adx=35&ady=2073&biw=1349&bih=568&scr_x=0&scr_y=0&eid=44759876%2C44759927%2C44759837%2C42531557%2C31067807&oid=2&pvsid=2094226696202651&pem=161&tmod=1299939421&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fwww.bvnews24.com%2Fsports%2F&eae=0&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C568&vis=1&rsz=M%7C%7CpeEbr%7Cp&abl=XS&pfx=0&fu=128&bc=31&jar=2022-05-30-06&ifi=6&uci=a!6&btvi=3&fsb=1&xpc=lyKXUiWebl&p=https%3A//www.bvnews24.com&dtd=237

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল না গুজরাটের। দলীয় ৯ রানেই ওপেনার ঋদ্ধিমান সাহাকে হারাতে হয় তাদের। ম্যাথু ওয়েডও বেশি সময় টিকতে পারেননি। ২৩ রানে ২ উইকেট হারানো দলক পথ দেখাতে শুরু করেন এক পাশ ধরে রাখা শুভমান ও হার্দিক। এই জুটিতে ৮৬ রানে পৌঁছে যায় গুজরাট।

৩০ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৩৪ রান করে আউট হন হার্দিক। অধিনায়ক ফিরলেও দলকে অবশ্য চাপ বুঝতে হয়নি। ডেভিড মিলার উইকেটে গিয়েই ঝড় তোলেন। প্রোটিয়া বাঁহাতি এই ব্যাটসম্যান ১৯ বলে ৩টি চারে একটি ছক্কায় ৩২ রানে অপরাজিত থাকেন। শুভমান ৪৩ বলে ৩টি চার ও একটি ছক্কায় হার না মানা ৪৫ রান করেন। রাজস্থানের ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল ও প্রাসিধ কৃষ্ণ একটি করে উইকেট পান। 

এর আগে ব্যাটিং করা রাজস্থানের হয়ে জস বাটলার ছাড়া কেউই বড় ইনিংস খেলতে পারেননি। অবশ্য বাটলারও এদিন চেনা ছন্দে ছিলেন। পুরো আইপিএলে ব্যাট হাতে শাসন করা ইংলিশ এই ব্যাটসম্যান ৩৫ বলে ৫টি চারে ৩৯ রান করেন। এবারের আসরে ১৭ ম্যাচে ৪টি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিতে ৫৭.৫৩ গড়ে ৮৬৩ রান করেছেন বাটলার। যা এবারের আসরের সর্বোচ্চ, এ ছাড়া এক আসরে দ্বিতীয় সর্বোচ্চ। এ পথে তিনি পেছনে ফেলেছেন ডেভিড ওয়ার্নারকে। 

রাজস্থানের হয়ে এদিন দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন জাশবি জায়সাওয়াল। অধিনায়ক স্যামসন করেন ১৪ রান। এ ছাড়া শিমরন হেটমেয়ার ১১, রায়ান পারাগ ১৫ ও ট্রেন্ট বোল্ট ১১ রান করেন। ৪ ওভারে মাত্র ১৭ রানে ৩টি উইকেট নেন গুজরাট অধিনায়ক হার্দিক। রবীশ্রীনিবাশন ২টি উইকেট পান। এ ছাড়া মোহাম্মদ শামি, যশ দয়াল ও রশিদ খান একটি করে উইকেট পান। 

Facebook
Twitter
LinkedIn