ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫ তম আসর শুরু হতে যাচ্ছে ২৬ মার্চ। এবারের আইপিএলে সংযুক্ত হয়েছে দুটি নতুন দল। নবাগত লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে আইপিএল থেকে ছিটকে পড়েন ইংলিশ পেসার মার্ক উড। বেশ কয়েকদিন ধরে তার বিকল্প খুঁজছিল সুপার জায়ান্টস। বিকল্প খুঁজতে বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের দিকে নজর দেয় তারা। কিন্তু বিসিবি তাকে আইপিএল খেলার অনুমতি দেয়নি।
লক্ষ্ণৌর ফ্রাঞ্চাইজিটি একটি শর্ত জুড়ে দিয়েছিল। তাদের দলে খেলতে হলে পুরো আসর জুড়ে খেলার অনুমতি দিতে হবে। এমন প্রস্তাবে রাজি হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই টেস্টের আগেই ভারতের বিমান ধরতে হতো ডানহাতি বোলারকে।
বিসিবির পক্ষ থেকে মিডিয়াকে তাসকিনের না যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ডান হাতের কনুইয়ে চোট পান ইংলিশ পেসার উড। পরীক্ষা করার পরে চিকিৎসকরা জানিয়েছেন, বেশ কয়েক সপ্তাহ বল করতে পারবেন না তিনি।
ফলে ওয়েস্ট ইন্ডিজ সফরের পাশাপাশি এবারের আইপিএল খেলার আশা শেষ হয়ে যায় ইংলিশ পেসারের। উডকে মেগা নিলাম থেকে সাড়ে সাত কোটি রুপিতে দলে নিয়েছিল নবাগত দলটি।