২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১১:৫২
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১১:৫২

আইপিএল সূচি প্রকাশ, দ্বিতীয় দিনে মাঠে নামছেন মুস্তাফিজরা

আগামী ২৬ মার্চ শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়া লিগের (আইপিএল) এবারের আসর। দশ দলের এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৭৪টি। ২৯ মে মেগা ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের। রবিবার (৬ মার্চ) ১৫তম আসরের ম্যাচের সূচি প্রকাশ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

গতবারের দুই ফাইনালিস্টের লড়াই দিয়ে শুরু হবে এবারের আসর। ১৫তম আসরের উদ্বোধনী দিনে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে রানার্সআপ কলকাতা নাইট রাইডার্স। প্রায় দুই মাস ধরে চলবে বিশ্বের অন্যতম জাঁকজমকপূর্ণ এই ফ্র্যাঞ্চাইজি আসর।

এবারের আসরে বেশ কিছু ডাবল হেডার রেখেছে আয়োজক কমিটি। আসরের প্রথম ডাবল হেডার থাকছে ২৭ মার্চ। এদিন প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। আর দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আইপিএলের এবারের আসরে লিগ পর্বের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মহারাষ্ট্রে। মুম্বাইয়ের তিনটি এবং পুনের একটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। তবে প্লে অফের ভেন্যু প্রসঙ্গে এখনও সিদ্ধান্ত নেয়নি আয়োজক কমিটি। লিগ পর্বের ম্যাচগুলোতে ২৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে মহারাষ্ট্র সরকার।

এদিকে আইপিএলের এবারের আসরে লিগ পর্বে থাকছে না রাউন্ড রবিন লিগ পদ্ধতি। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো।আইপিএল চ্যাম্পিয়নশীপ জয় এবং ফাইনালে অংশ গ্রহণের সংখ্যার ভিত্তিতে দশ দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।

লিগ পর্বে নিজ গ্রুপের প্রত্যেক দলের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে প্রত্যেক দল। আর অপর গ্রুপের নির্ধারিত একটি দলের বিপক্ষে দুটি ম্যাচ এবং বাকি চারটি দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে প্রত্যেক দল। এই নিয়ম অনুযায়ী লিগ পর্বে প্রত্যেকটি দল নিজ গ্রুপের দলগুলোর সঙ্গে আটটি এবং অপর গ্রুপের দলগুলোর সঙ্গে ছয়টি করে ম্যাচ খেলবে। অর্থাৎ প্রত্যেক দল লিগ পর্বে ১৪টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।

Facebook
Twitter
LinkedIn