২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১০:৩৩
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১০:৩৩

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার সূর্যকুমার

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতীয় মারকুটে ব্যাটার সূর্যকুমার যাদব। বুধবার (২৫শে জানুয়ারি) আইসিসি তাঁকে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে ঘোষণা দেয়। 

৩১ ম্যাচ খেলে ৪৬.৫৬ গড়ে ১ হাজার ১৬৪ রান করেছিলেন সূর্য। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৮৭.৪৩। সেঞ্চুরি করেছিলেন ২টি। আর হাফসেঞ্চুরি ৯টি। পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান ও জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে টপকে এই পুরস্কার জিতেছেন সূর্যকুমার।

২০২২ সালে টি-টোয়েন্টিতে ৬৮টি ছক্কা হাঁকিয়েছিলেন সূর্যকুমার. যা টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে আগে কেউ পারেনি। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও আলো ছড়িয়েছেন সূর্য। ছয় ইনিংসে অর্ধশত হাঁকিয়েছিলেন তিনটি। গড় ছিল প্রায় ৬০। ১৮৯.৬৮ স্ট্রাইক রেটে করেছিলেন ২৩৯ রান।

নারী বিভাগে এই স্বীকৃতি জিতেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার তাহলিয়া ম্যাকগ্রা।

Facebook
Twitter
LinkedIn