আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতীয় মারকুটে ব্যাটার সূর্যকুমার যাদব। বুধবার (২৫শে জানুয়ারি) আইসিসি তাঁকে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে ঘোষণা দেয়।
৩১ ম্যাচ খেলে ৪৬.৫৬ গড়ে ১ হাজার ১৬৪ রান করেছিলেন সূর্য। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৮৭.৪৩। সেঞ্চুরি করেছিলেন ২টি। আর হাফসেঞ্চুরি ৯টি। পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান ও জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে টপকে এই পুরস্কার জিতেছেন সূর্যকুমার।
২০২২ সালে টি-টোয়েন্টিতে ৬৮টি ছক্কা হাঁকিয়েছিলেন সূর্যকুমার. যা টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে আগে কেউ পারেনি। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও আলো ছড়িয়েছেন সূর্য। ছয় ইনিংসে অর্ধশত হাঁকিয়েছিলেন তিনটি। গড় ছিল প্রায় ৬০। ১৮৯.৬৮ স্ট্রাইক রেটে করেছিলেন ২৩৯ রান।
নারী বিভাগে এই স্বীকৃতি জিতেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার তাহলিয়া ম্যাকগ্রা।