২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৮:১২
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৮:১২

আইসিসির সদস্যপদ পেল আরও ৩ দেশ

এবার কম্বোডিয়া ও উজবেকিস্তান এবং আফ্রিকা থেকে আইভরি কোস্ট পেল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সহযোগী সদস্যের মর্যাদা।

মঙ্গলবার বার্মিংহামে আইসিসির বার্ষিক সম্মেলনে তাদের সদস্যপদের মর্যাদা দেওয়া হয়। বর্তমান আইসিসির মোট সদস্য সংখ্যা দাঁড়াল ১০৮, যার মধ্যে ৯৬ দেশ সহযোগী সদস্য। 

আইসিসির সদস্যপদ পেতে কোনো দেশকে সংস্থাটির নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হতে হয়। সেখানে ঘরোয়া ক্রিকেটে সঠিক কাঠামো থাকার পাশাপাশি ৫০ ও ২০ ওভারের টুর্নামেন্টের আয়োজন করতে হবে। 

এ ছাড়া নিশ্চিত করতে হয় জুনিয়র ও মেয়েদের ক্রিকেটে সাফল্য অর্জনের জন্য স্পষ্ট পরিকল্পনা। নতুন তিন দেশ আইসিসির এসব শর্ত পূরণ করেছে।

Facebook
Twitter
LinkedIn