৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ / ৭ই রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ১:৪১

আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই: সিইসি

আওয়ামী লীগ অনেক পুরোনো নিবন্ধনকৃত রাজনৈতিক দল। তাই সরকার ও আদালত যদি এই দলকে নিষিদ্ধ না করে তাহলে নির্বাচনে অংশ নিতে তাদের কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে আজ সোমবার সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।

সিইসি বলেন, গেল তিনটি নির্বাচনে কি হয়েছে সেটি সবাই দেখেছে। এবার নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। দেশীয় কিংবা বহির্বিশ্বে কোনো চাপ নেই। আর তাই সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কমিশন সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি

Facebook
Twitter
LinkedIn