২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১২:৫৯

আওয়ামী লীগ-বিএনপি কাউকেই রাস্তায় সমাবেশের অনুমতি নয়: ডিএমপি

আওয়ামী লীগ বা বিএনপি কাউকেই রাস্তায় সমাবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। বৃহস্পতিবার (২৭ জুলাই) ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান তিনি। 

গোলাপবাগ নয়, নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের পাশেই কালকের সমাবেশ করতে চায় বিএনপি। অন্যদিকে আগারগাঁওয়ের বদলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের সিদ্ধান্ত জানিয়েছে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন।

দেশের দুই শীর্ষ রাজনৈতিক দলের এমন অনঢ় অবস্থান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, আগামীকাল শুক্রবার ৭-৮টি তাজিয়া মিছিল আছে। থ্রেট থাকতে পারে। সেটি গুরুত্বপূর্ণ। আগামীকাল দুটি ভিভিআইপি মুভমেন্ট আছে। সব সরকারি ছুটির দিন এক না।

ডিএমপি কমিশনার বলেন, গোয়েন্দা সংস্থার সঙ্গে কথা বলে এবং উধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ডিএমপির যদি পর্যাপ্ত ফোর্স থাকে নিরাপত্তা দেয়ার জন্য তাহলে আওয়ামী লীগ-বিএনপির সমাবেশের অনুমতি দেয়া হবে, অন্যথায় নয়। 

গণগ্রেপ্তারের অভিযোগ প্রসঙ্গে খন্দকার গোলাম ফারুক বলেন, কোনো গণগ্রেপ্তার করা হচ্ছে না। যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, মামলা আছে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn