২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৮শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১:২৭

আওয়ামী লীগের সাথে রাষ্ট্রপতির সংলাপ ১৭ জানুয়ারি

নির্বাচন কমিশন গঠন নিয়ে আওয়ামী লীগের সাথে আগামী ১৭ জানুয়ারি সংলাপ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস অনুবিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস অনুবিভাগের তথ্য অনুযায়ী, ওইদিন বিকেল ৪টায় আওয়ামী লীগের সাথে নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এর আগে, গত ২০ ডিসেম্বর সংলাপ শুরুর পর এখন পর্যন্ত ৩২টি দলকে আমন্ত্রণ জানিয়েছে বঙ্গভবন। বিএনপি এবার রাষ্ট্রপতির উদ্যোগে সাড়া দেয়নি। আরও কয়েকটি দল সংলাপে অংশ নেবে না বলে জানিয়েছে।

Facebook
Twitter
LinkedIn