Search
২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৯শে শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ১১:১৬

আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হবে বিসিবি আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্ট চলাকালে প্রতিদিন মাঠে গড়াবে দুটি করে খেলা।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা এবং মিনিস্টার গ্রুপ রাজশাহী। দিনের অন্য ম্যাচে মাঠে নামবে ফরচুন বরিশাল এবং জেমকন খুলনা। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর। ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

এ টুর্নামেন্ট উপলক্ষে গত ১২ নভেম্বর রাজধানীর একটি হোটেলে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বেক্সিমকো ঢাকা দলে মুশফিকুর রহিম, গাজী গ্রুপ চট্টগ্রামে মুস্তাফিজুর রহমান, মিনিস্টার গ্রুপ রাজশাহীতে সাইফউদ্দিন, জেমকন খুলনায় সাকিব আল হাসান ও ফরচুন বরিশালে তামিম ইকবালকে নিয়ে দল গঠন করা হয়েছে।

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24
Facebook
Twitter
LinkedIn