২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৬:২৪

আগুন শোকে পাঠক আজ আসবে বইমেলায়

বইমেলার দিনলিপি


১৬ই ফাল্গুন ১৪৩০/২৯শে ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার। গতকাল ছিলো- অমর একুশে বইমেলার ২৯তম দিন। মেলা শুরু হয় বিকেল ৩:০০টায় এবং চলে রাত ৯:০০টা পর্যন্ত। আজ নতুন বই এসেছে ১২৭টি। আজ ১লা মার্চ। শুক্রবার থেকে চলছে অমর একুশে বইমেলার বর্ধিত সময়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ‘অমর একুশে বইমেলা ২০২৪’-এর সময়সীমা দুই দিন বর্ধিত করা হয়েছে। সে অনুযায়ী এবারের বইমেলা আগামী ২রা মার্চ ২০২৪ শনিবার পর্যন্ত চলবে। পাঠক মহলকে শুধু একটু মনে করিযে দেয়া। গতকাল লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন লেখক ও আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুন, পুথিগবেষক জালাল খান ইউসুফী, কথাসাহিত্যিক মাহমুদুন নবী রনি এবং কবি রনি রেজা। আজ ১৭ই ফাল্গুন ১৪৩০/১লা মার্চ ২০২৪ শুক্রবার। অমর একুশে বইমেলার ৩০তম দিন। মেলা শুরু হবে সকাল ১১:০০টায় এবং চলবে রাত ৯:০০টা পর্যন্ত। জাতি গভীর শোকে ভারাকান্ত। গতরাতের বেইলি রোডের অগ্নিদুর্ঘটনায় আকস্মিকভাবে অনেক পরিবারের প্রিয় মানুষকে হারিয়েছেন। সব শোক বুকে চেপেই প্রাণের মেলায় তবু ভারাক্রান্ত মনেই পাঠক আসবেন বইমেলায়। বইমেলাও যে শেষপ্রান্তে। আজকের পর। আর একটি দিন। কাল শনিবার শেষ হয়ে যাচ্ছে। বইমেলা।

মারুফ আহমেদ, বিশেষ প্রতিনিধি


তথ্যসেবা: সমীর কুমার সরকার
পরিচালক, জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ
বাংলা একাডেমি।
ছবিঃ অনলাইন

Facebook
Twitter
LinkedIn