২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৪:৪২
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৪:৪২

আজও হচ্ছে না বাংলাদেশ-সিসেলস ম্যাচ

প্রবল বর্ষণ আর বৈরী আবহাওয়ার কারণে শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে চার জাতি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের বাংলাদেশ ও সিসেলসের মধ্যেকার ম্যাচটি আজও হবে না। শুরুতে আসরের উদ্বোধনী ম্যাচটি গতকাল সোমবার মাঠে গড়ানোর কথা ছিল। তবে আবহাওয়ার বিরূপ আচরণে দ্বিতীয় দিনের মতো ম্যাচটি পিছিয়ে গেল।

দ্বিতীয় দফায় বাংলাদেশ-সিসেলস ম্যাচ পিছিয়ে গেলেও, কবে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে তা এখন পর্যন্ত জানাতে পারেনি আয়োজকরা। তবে শ্রীলংকা-মালদ্বীপ ম্যাচটি হবে আজ। বিকাল সোয়া তিনটায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের কথা জানিয়েছে আয়োজকরা।

অবশ্য গতকালই টুর্নামেন্ট কর্তৃপক্ষ চেষ্টা করেছিল শ্রীলংকা ও মালদ্বীপের মধ্যকার উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচটি আয়োজনের। শেষ পর্যন্ত এই ম্যাচটিও পিছিয়ে দিতে হয়। এদিকে, আজ আবার বাংলাদেশ-সিসেলস ম্যাচ পিছিয়ে যাওয়ায় টুর্নামেন্টের সূচিতে আসতে পারে বড় পরিবর্তন।

Facebook
Twitter
LinkedIn