Search
৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ / ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ৬ই রমজান, ১৪৪৬ হিজরি / রাত ১২:০৯

আজিজুল হাকিমের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে

করোনা আক্রান্ত অভিনেতা আজিজুল হাকিমের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। তার চিকিৎসার খোঁজখবর রাখা জনপ্রিয় উপস্থাপক আনজাম মাসুদ শনিবার দুপুরে যুগান্তরকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, অভিনেতা আজিজুল হাকিমের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। তার শ্বাসকষ্ট কমেছে। তিনি এখন নিজ থেকে অক্সিজেন নিতে পারছেন। সন্ধ্যার মধ্যে তার জ্ঞান ফিরতে পারে বলে চিকিৎসক জানিয়েছেন।

এরপর তার পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।  আনজাম মাসুদ নন্দিত এই অভিনেতার জন্য সবার কাছে জন্য দোয়া চেয়েছেন। 

তিনি আরও জানান, আজিজুল হাকিমের স্ত্রী জিনাত হাকিম, ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিমও করোনায় আক্রান্ত। তারা শারীরিকভাবে ভালো আছেন। সবাই বাসায়ই অবস্থান করছেন। 

গত সপ্তাহের শুরুতে হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হন আজিজুল হাকিম। প্রাথমিক চিকিৎসায় কিছুটা ভালো হলেও শারীরিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েন তিনি। এরপর অসুস্থ হয়ে পড়েন তার স্ত্রী ও সন্তান।  

গত ৯ নভেম্বর করোনা সন্দেহে জমা দেয়া নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে অভিনেতা আজিজুল হাকিম, তার স্ত্রী নাট্যকার জিনাত হাকিম ও সন্তান রেদওয়ান হাকিমের।

শ্বশুরবাড়িতে থাকা মেয়ে নাযার রিপোর্ট নেগেটিভ আসে। আজিজুল হাকিম ছাড়া বাকিরা বর্তমানে সুস্থ আছেন।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন আজিজুল হাকিম। তার অবস্থার অবনতি হলে পরদিন তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

Facebook
Twitter
LinkedIn