Search
২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৭শে শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ১১:৩৬

আজ জাতীয় কবির জন্ম দিন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২১তম জন্মবার্ষিকী আজ। সারাজীবন মানবতার জয়গান গেয়েছেন ঝাঁকড়া চুলের বাবরি দোলানো এই মহান পুরুষ। ঔপনিবেশিক শৃঙ্খলকে তিনি বদলে দিতে চেয়েছেন নতুন সৃষ্টির প্রয়োজনে।

দুঃখ-দারিদ্র্য জয় করে বিরূপ পরিবেশে পথ চলেছেন তিনি। দারিদ্র্যই যেন মহান করে তুলেছে তাঁকে। অসাম্প্রদায়িক চেতনা আর উদার মানবতাবোধ নজরুলকে করে তুলেছে অনন্য। কবিতা ও গানে যেমন বিদ্রোহ ও প্রেমের বাণীতে ঝঙ্কার তুলেছেন, তেমনি গল্প, উপন্যাস, নাটকে শৃঙ্খলিত সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছেন।

১৮৯৯ সালে অবিভক্ত বাংলায় বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে তার জন্ম। মক্তবের পাঠ শেষে কৈশোরে কখনো মুয়াজ্জিন, কখনো লেটোর দলে ও রুটির দোকানে কাজ করেছেন।

যুবক বয়সে ভারতীয় সেনাবাহিনীতে কিছুদিন চাকরির পর সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন নজরুল। সংগীত পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন দীর্ঘ সময়।

১৯৭৬ সালের ২৯ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি কাজী নজরুল ইসলাম। করোনাভাইরাসের বিস্তার রোধে এ বছর জাতীয় কবির জন্মদিনে নেই কোনো আনুষ্ঠানিক কর্মসূচি।

Facebook
Twitter
LinkedIn