আজ থেকে সারাদেশে শুরু হলো, এই প্রথম, ডিজিটাল শুমারি। জনশুমারি ও গৃহগণনা ২০২২। স্বেচ্ছাসেবকরা সবার বাসায় বাসায় গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে। গৃহে বসবাসকারী পরিবার প্রধান থেকে শুরু করে সবার তথ্য সংরক্ষণ করা হচ্ছে। সংশয় ও সংকোচের কোন কিছু নেই। নিঃসংকোচে নাগরিক অভিভাবক নিজের ও বাড়িতে বসবাসরত অন্যান্য সদস্যের তথ্য জানাবেন। ছুটির দিন না হলে অনেক অভিভাবক অফিসে ও যার যার কাজে থাকলেও বাসা বাড়ির অন্য কেউ তথ্য দিয়ে সহায়তা করতে পারবে। অনেকের তথ্য স্বেচ্ছাসেবকরা সুবিধামত সময়ে এসেও নিয়ে যাবে। পরিবারের সবার সঠিক তথ দিয়ে সহায়তা করলেই কাজ শেষ। আপনার বাসার দরোজায় থানার পরিচিতি নাম্বার সম্বলিত একটি স্টীকার লাগিয়ে দিবে। এতে প্রমান হবে, আপনি ও আপনার পরিবার-
” জনশুমারিতে সঠিক তথ্য দিয়ে পরিকল্পিত উন্নয়নে অংশ নিয়েছেন।”
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়’র অধীনে কার্যক্রম চলবে ২১ জুন পর্যন্ত।
মারুফ আহমেদ, বিশেষ প্রতিনিধি
ছবি সহযোগিতায়ঃ ইমাম হোসেন