২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১১:১০

আজ থেকে ২২ দিন ইলিশ মাছ ধরা নিষিদ্ধ

ইলিশের বাধাহীন প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে আজ থেকে দেশের অভয়াশ্রমগুলোতে ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। 

এই সময়ে ২০ জেলার নদী ও সাগর মোহনার চিহ্নিত এলাকায় নজরদারি চালবে প্রশাসন।

এতে আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) মধ্য রাত থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিনের জন্য নিষিদ্ধ থাকবে নদী ও সাগরে ইলিশ ধরা। এ সময় মাছ ধরা, পরিবহন, বিপণন ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

 এছাড়া, মাছ ধরা বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত জেলেদের খাদ্য ও অন্যান্য সহায়তা দেয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মাছ শিকার বন্ধ থাকায় এ সময়ে ইলিশসহ অন্যান্য মাছের প্রজনন বাড়বে বলে আশা করছে মৎস্য বিভাগ। 

নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ ধরলে কমপক্ষে ১ বছর জেল বা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবে। 

Facebook
Twitter
LinkedIn