২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে রজব, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:৪১

আজ নেইমারকে ছাড়া মাঠে নামছে ব্রাজিল

তরুণ তারকা রিচার্লিসনের জাদুতে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে ফেভারিটের মতোই বিশ্বকাপ মিশন শুরু করেছে ব্রাজিল। কিন্তু গত ২৪শে নভেম্বর অনুষ্ঠিত ম্যাচে বড় ধাক্কাও খেয়েছে সেলেসাওরা। ওই ম্যাচে দলের প্রাণভোমরা নেইমারকে রেকর্ড নয়বার ফাউল করেন সার্ব ফুটবলাররা। যে কারণে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন সেলেসাওদের সেরা তারকা। 

গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে পিএসজি তারকা নেইমারকে ছাড়াই খেলতে হবে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এমন অবস্থায় আজ রাতে ‘জি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে শিরোপাপ্রত্যাশী ব্রাজিল। কাতারের রাজধানী দোহার স্টেডিয়াম ৯৭৪ এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ১০টায়

সুইসদের বিরুদ্ধে মাঠে নামার আগে পরিসংখ্যান ভালোভাবেই চোখ রাঙাচ্ছে ব্রাজিলকে। বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ের ১৫ নম্বরে থাকা দলটির বিরুদ্ধে বিশ্বকাপে জয়ের রেকর্ড নেই র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দলটির। আজকের ম্যাচের আগে সুইসদের বিরুদ্ধে বিশ্বকাপে দুইবার খেলেছে সেলেসাওরা। দুটি ম্যাচই ড্র হয়েছে। 

১৯৫০ বিশ্বকাপে ২৮ জুন অনুষ্ঠিত ম্যাচটি অমীমাংসিত থেকেছিল ২-২ গোলে। আর সবশেষ ২০১৮ রাশিয়া বিশ্বকাপের লড়াই শেষ হয় ১-১ গোলে। দুই দলের মধ্যে সবশেষ জয়ের স্মৃতিও সুইসদের। ২০১৩ সালের ১৪ আগস্ট আন্তর্জাতিক প্রীতিম্যাচে ১-০ গোলে ব্রাজিলকে হারিয়েছিল সুইজারল্যান্ড। সাম্বা ছন্দের দেশ সবশেষ সুইসদের হারিয়েছে সেই ২০০৬ সালের ১৫ নভেম্বর। ওই প্রীতিম্যাচ জিততেও ঘাম ঝরেছিল ফুটবলপাগল দেশটির।।

Facebook
Twitter
LinkedIn